জেলা
প্রতিনিধি রাজবাড়ী
মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ীর কালুখালীতে বাবার বাড়ীতে এসে মায়ের সঙ্গে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ইতি বেগম নামে এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২০ মে) সকাল ১০ টার দিকে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ইতি বেগম ওই গ্রামের রোস্তম মন্ডলের মেয়ে। তার স্বামীর বাড়ি মাজবাড়ী ইউনিয়নের পূর্বফুল কাউন্নাইর গ্রামে।
স্বামী সোহান মন্ডল সৌদি আরব প্রবাসী। ইতির পাঁচ বছর বয়সী এক মেয়ে রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, ইতি বেগম কয়েক দিন আগে শশুর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসে। আজ সকালে বাড়ির পাশের গাছে উঠে আম পাড়তে। এসময় গাছের ডাল ভেঙে নিচে পড়ে তার রক্তক্ষরণ হয়।
পর সেখান থেকে গ্রামবাসী ও পরিবারের লোকজন মিলে নিকটস্থ কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখান থেকে রেফার করা হয় রাজবাড়ী সদর হসপিটালে৷ রাজবাড়ী সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইতি বেগমের।
স্থানীয় ইউপি সদস্য মো. জাহিদুল ইসলাম বলেন, ইতির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুর রহমান বলেন, আম গাছ থেকে পড়ে গৃহবধূর মৃত্যুর বিষয়টি আমার জানা নাই।তথ্য নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply