ঠাকুরগাঁওয়ে ছাত্র- জনতার জুলাই-আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রতিকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে সাতটায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর ঠাকুরগাঁও জেলার আয়োজনে জেলা প্রশাসক ইশরাত ফারজানা’র সভাপতিত্বে এ প্রতিকী ম্যারাথন অনুষ্ঠিত হয়।
প্রতিকী ম্যারাথন ঠাকুরগাঁও জেলা প্রশাসনের চত্বর থেকে চৌরাস্তা ট্রাফিক মোড় হয়ে ঠাকুরগাঁও ডিসি পর্যটন পার্কে গিয়ে শেষ হয়। প্রতিকী ম্যারাথন উপলক্ষে ১৫ (পনের) ছাত্রকে পুরস্কার প্রদান করা হয়।
জেলা প্রশাসক ইশরাত ফারজানা’র নেতৃত্বে প্রতিকী ম্যারাথনে অংশগ্রহণ জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত)উপ-পরিচালক সরদার মোস্তফা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেসমিন নাহার,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মনসুর রহমান খান, জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কোর্ডিনেটর শাহীন আরা সুলতানা গনি, জেলা বিএনপির সহ-সভাপতি সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, নাগরিক কমিটির সদস্য সচিব এম রাজিউল ফারুক রোমেল চৌধুরী,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, ছাত্র প্রতিনিধি মুন, সমাপ্তি রিফাতসহ আরো অনেকে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট( ট্রেজারি ,আইসিটি ও গোপনীয় শাখা) নাঈম আশরাফ সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
জুলাই-আগস্ট স্মৃতি ধরে রাখতে শিক্ষার্থীদের সাথে ফটোসেশন করেন তিনি।
জেলা প্রশাসকের নির্দেশনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) পলাশ তালুকদার।
Leave a Reply