ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচি ও শোক-শ্রদ্ধা, জুলাইয়ের গল্প বলা, র্যালির মধ্যদিয়ে “জুলাই শহীদ দিবস” পালিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ইশরাত ফারজানা’র সভাপতিত্বে “জুলাই শহীদ দিবস” উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আজ পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। দিবস পালন উপলক্ষে জুলাই চেতনায় উজ্জীবিত হয়ে দূর্নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি,খুন,ধর্ষণ ও বৈষম্য মুক্ত নুতন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লবে অংশগ্রহণ কারি শিক্ষার্থীরা স্মৃতি চারণ করে নিজস্ব বক্তব্য তুলে ধরেন এবং আগামীর নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে জুলাই শহীদ দিবস পালন করা হয়।
এসময় শহীদ দিবস উপলক্ষে বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলি,শহীদ আল আমিনের মা, ছাত্র প্রতিনিধি মুন,সোহানি ইসলাম সমাপ্তি,রিফাতসহ আরো অনেকে ।
অনুষ্ঠানে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাসসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন,সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল হাসান ত্বোহা।
বৈরী আবহাওয়ার কারণে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে একটি শোকর্যালি অনুষ্ঠিত হয়।
Leave a Reply