1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  6. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  7. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
ঠাকুরগাঁয়ে মর্মান্তিক দুর্ঘটনায় ৪ নিহত - Crime Report 24
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
কলাপাড়ায় হঠাৎ বিকট শব্দে সেতু ভেঙ্গে খালে।। ভোগান্তিতে ১৫ গ্রামের ১৫ হাজার মানুষ ঠাকুরগাঁয়ে মর্মান্তিক দুর্ঘটনায় ৪ নিহত কালিয়াকৈরে শ্রমীকলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার গাউসুলআজম মাইজভাণ্ডারীর ১২৩তম চান্দ্রবার্ষিক ওরশ শরীফ ২৬ মে স্বচ্ছ নিয়োগ, জবাবদিহিমূলক পোস্টিং ও দুর্নীতিমুক্ত সেবা–খুলনা রেঞ্জে পুলিশের নতুন দিগন্ত আমতলীতে জলবায়ু ঝুকি মোকাবেলায় তরুন সমাবেশ অনুষ্ঠিত কলাপাড়া স্কাউটস মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত বগুড়ায় সালেহা ডায়াগনস্টিক সেন্টারে লক্ষাধিক টাকা জরিমানা বগুড়ায় গভীর রাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ ময়ননসিংহ রেঞ্জ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২৪-২০২৫ এর ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঠাকুরগাঁয়ে মর্মান্তিক দুর্ঘটনায় ৪ নিহত

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

ঠাকুরগাঁওয়ে সিমেন্ট বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে আরো ৫ জন।

সোমবার (১৯ মে) সকাল ৭ টার দিকে ঠাকুরগাঁও দিনাজপুর জেলার সীমান্তবর্তী ২৮ মাইল নামক স্থানের বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর জুলফিকার আলী (৪০), অডিটর দেলাওয়ার হোসেন (৪২),সুপার ইমরুল হোসেন (৪০) ও গাড়ীচালক মানিক (৪৩)। তারা সকলেই ঠাকুরগাঁও জেলার বাসিন্দা।
এতে গুরুতর আহতরা হয়েছেন একই দপ্তরের অডিটর আল-মামুন (৪০), মিজানুর রহমান (৪৮), আব্দুল মান্নান (৪৪), নাহিদ হোসাইন (৩২) ও অজ্ঞাত একজন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্র জানায়, রংপুরে অফিসিয়াল মিটিং এ অংশ নেবার জন্য ঠাকুরগাঁও হিসাবরক্ষণ কার্যালয় থেকে একটি দল মাইক্রেবাসযোগে রংপুরের উদ্দেশ্যে রওনা হয়। সকাল ৭ টার দিকে মাইক্রোবাসটি দিনাজপুর ঠাকুরগাঁওয়ের মাঝামাঝি ২৮ মাইল নামক স্থানের বাবলু ফার্মের সামনে পৌছালে অপরদিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হন এবং আহত হন ৬ জন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে আরও দুজন মারা যান।

২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসক রকিবুল আলম চয়ন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। আহত অবস্থায় আরো কয়েকজনকে হাসপাতালে নিয়ে আসা হলে পরবর্তীতে তাদের মধ্যে আরও দুজন মারা যায়। বাকীদের চিকিৎসা চলমান রয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ