1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  6. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  7. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা অভিযানে স্পেশাল ও দায়রা জজ এর বাসভবনের চুরির রহস্য দ্রুততম সময়ে উদ্‌ঘাটন; চোরাই মালামালসহ চোর গ্রেফতার - Crime Report 24
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলমান শিক্ষার অগ্রগতি ও উন্নয়ন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত কলাপাড়ায় অসহায় গৃহহীনের জন্য ঘর নির্মাণ’র চাবি হস্তান্তর ও খাদ্য সহায়তা প্রদান আমতলীতে তালাকের তথ্য গোপন করে সাবেক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, আদালতে মামলা! কলাপাড়ায় শ্রমিকলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক দল নেতার হামলায় গুরুতর আহত-৩ পায়রা সমুদ্র বন্দর এবং বরিশালের উন্নয়ন ঘিরে গভীর ষড়যন্ত্র ধামরাইয়ে সেলফি পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত আপেলের পাহাড়ে নতুন লুকে শাবনূর ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪ কর্তৃক মাদকসহ ০১ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব সহ দুই শিক্ষকে অব্যাহতি পাবনা ৪- আসনের জামায়াতে মনোনিত এমপি পার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলের গণসংযোগ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা অভিযানে স্পেশাল ও দায়রা জজ এর বাসভবনের চুরির রহস্য দ্রুততম সময়ে উদ্‌ঘাটন; চোরাই মালামালসহ চোর গ্রেফতার

  • প্রকাশকাল: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

মকবুল হোসেন,স্টাফ রিপোটার

ময়মনসিংহ স্পেশাল ও দায়রা জজ আদালত, ময়মনসিংহ এর বাসস্থান কোতোয়ালী থানাধীন পন্ডিতপাড়া, মুমিনুন্নেছা এক্সএল টাওয়ার, হোল্ডিং নম্বর-৭ এর ৯ম তলার পশ্চিম পার্শ্বে ৯-G এর ভিতরগত ২২এপ্রিল ১০.৩০হতে১১.৩০ ঘটিকার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা কৌশলে বাসার মেইন দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বাসায় থাকা কাঠের আলমিরার ড্রয়ার ভেঙ্গে ড্রয়ারে থাকা ০৬ ভরি স্বর্ণালংকার এবং নগদ ২,২০,০০০/-(দুই লক্ষ বিশ হাজার) টাকা চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং-৭৩, তারিখ-২২/০৪/২০২৫ ইং ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোড রুজু হয়। মামলাটি রুজু হওয়ার পর ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম কোতোয়ালী ও তারাকান্দা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তারাকান্দা থানাধীন কান্দাপাড়া গ্রামের বনপাড়া এলাকার জুয়েল মিয়ার বসত ঘর হতে ঘটনায় জড়িত পেশাদার চোর মোঃ জুয়েল মিয়া (৪২)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নিকট হতে চোরাই মালামাল ও নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর পিসি/পিআর পর্যালোচনায় ও স্থানীয় জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃত আসামী একজন পেশাদার চোর এবং তার বিরুদ্ধে একাধিক চুরি ও মাদক মামলার তথ্য পাওয়া যায়।এ চুরির ঘটনার ১৬ঘণ্টার মধ্য স্পেশাল ও দায়রা জজের বাসভবনের চুরির রহস্য উদঘাটনও মালামালসহ চোর গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ
মোঃ জুয়েল মিয়া (৪২), পিতা- মৃত-বাবুল মিয়া, সাং-চরকালিবাড়ী, থানা-কোতোয়ালী, বর্তমান সাং-কান্দাপাড়া (বনপাড়া), থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ।
উদ্ধারকৃত চোরাই মালামালের বিবরণ
১। ০১ জোরা স্বর্ণের বালা

২। ০১ জোরা স্বর্ণের চুরি

৩। ০২টি স্বর্ণের চেইন

৪। ০২ জোরা কানের দুল।

৫। ০৩টি স্বর্ণের

৬। নগদ ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ