মকবুল হোসেন,স্টাফ রিপোটার
ময়মনসিংহ স্পেশাল ও দায়রা জজ আদালত, ময়মনসিংহ এর বাসস্থান কোতোয়ালী থানাধীন পন্ডিতপাড়া, মুমিনুন্নেছা এক্সএল টাওয়ার, হোল্ডিং নম্বর-৭ এর ৯ম তলার পশ্চিম পার্শ্বে ৯-G এর ভিতরগত ২২এপ্রিল ১০.৩০হতে১১.৩০ ঘটিকার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা কৌশলে বাসার মেইন দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বাসায় থাকা কাঠের আলমিরার ড্রয়ার ভেঙ্গে ড্রয়ারে থাকা ০৬ ভরি স্বর্ণালংকার এবং নগদ ২,২০,০০০/-(দুই লক্ষ বিশ হাজার) টাকা চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং-৭৩, তারিখ-২২/০৪/২০২৫ ইং ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোড রুজু হয়। মামলাটি রুজু হওয়ার পর ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম কোতোয়ালী ও তারাকান্দা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তারাকান্দা থানাধীন কান্দাপাড়া গ্রামের বনপাড়া এলাকার জুয়েল মিয়ার বসত ঘর হতে ঘটনায় জড়িত পেশাদার চোর মোঃ জুয়েল মিয়া (৪২)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নিকট হতে চোরাই মালামাল ও নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর পিসি/পিআর পর্যালোচনায় ও স্থানীয় জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃত আসামী একজন পেশাদার চোর এবং তার বিরুদ্ধে একাধিক চুরি ও মাদক মামলার তথ্য পাওয়া যায়।এ চুরির ঘটনার ১৬ঘণ্টার মধ্য স্পেশাল ও দায়রা জজের বাসভবনের চুরির রহস্য উদঘাটনও মালামালসহ চোর গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ
মোঃ জুয়েল মিয়া (৪২), পিতা- মৃত-বাবুল মিয়া, সাং-চরকালিবাড়ী, থানা-কোতোয়ালী, বর্তমান সাং-কান্দাপাড়া (বনপাড়া), থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ।
উদ্ধারকৃত চোরাই মালামালের বিবরণ
১। ০১ জোরা স্বর্ণের বালা
২। ০১ জোরা স্বর্ণের চুরি
৩। ০২টি স্বর্ণের চেইন
৪। ০২ জোরা কানের দুল।
৫। ০৩টি স্বর্ণের
৬। নগদ ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা।
Leave a Reply