এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। এখনও তার নাম ঢালিউডে সমান গুরুত্ব রাখে। তবে এ জগৎ ছেড়ে তিনি পাড়ি দিয়েছেন দূর দেশে। অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন দীর্ঘ সময় ধরে। দেশে আসা যাওয়ার মধ্যে থাকেন চিত্রনায়িকা।
শোবিজে ততটা দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন অভিনেত্রী। ঘরে কিংবা বাইরে কোথাও ঘুরতে গেলে ভক্ত দর্শকের সঙ্গে মুহূর্তগুলো শেয়ার করে নেন তিনি।
এবার শাবনূরকে দেখা গেল আপেলের পাহাড়ে যেখানে আপেল গাছের নিচে দাঁড়িয়ে আপেল হাতে নিয়ে ছবি শেয়ার করতে। সবুজ গাছের পাশে সাদা-কালো পোশাকে কাড়লেন ৯০ এর পর্দা কাঁপানো অভিনেত্রী।
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিলপিনে এই দিনটি ফল তোলার জন্য।’ অস্ট্রেলিয়ার সিডনিতে এই জায়গাটি আপেলের পাহাড় হিসেবে জনপ্রিয়। পর্যটকরা ঘুরতে যান সেখানে।
কিছুদিন আগে চুপিসারে দেশে ঘুরে গেছেন শাবনূর, কাউকে বুঝতেও দেননি। অবশ্য, কেনই বা বুঝতে দেবেন; এমন ভালো পরিস্থিতিতেও ছিলেন না নায়িকা। সে সময় তার মাঝে ছিল ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠা ও শঙ্কা।
দেশে আসার এই খবর জানিয়ে দেন নায়িকা নিজেই। গণমাধ্যমকে দেয়া এক বার্তায় শাবনূর জানান, সে সময়টা পুরোটা অস্থিরতায় কেটেছে তার। তাই তেমন কাউকে জানানোটা হয়ে ওঠেনি। কিন্তু কী কারণে এত তাড়াহুড়া ছিল শাবনূরের?
জানালেন, নিজের অসুস্থ মা কে নিয়ে যেতেই ঢাকায় এসেছিলেন শাবনূর। তা আবার খুবই স্বল্প সময়ের জন্য। মাত্র আট ঘণ্টা ঢাকায় অবস্থান করেন নায়িকা।
প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন শাবনূরের। প্রথম ছবি ব্যর্থ হলেও পরে প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে জুটি গড়ে ব্যাপক সফলতা পান। ক্যারিয়ারে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস, শাকিব খানসহ অনেক নায়কের সঙ্গে জুটি গড়ে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দেন।
ক্যারিয়ারে শীর্ষে থাকার সময় হঠাৎই অভিনয় জীবন থেকে দূরে সরে অস্ট্রেলিয়ায় বসবাস করতে শুরু করেন শাবনূর। সর্বশেষ ২০২৩ সালে শাবনূর নারীকেন্দ্রিক সিনেমা ‘রঙ্গনা’য় অভিনয় করেন, যে সিনেমার কাজ এখনও শেষ হয়নি।
Leave a Reply