মোঃ বুলবুল খান পলাশ, স্টাফ রিপোর্টারঃ
ঢাকার ধামরাইয়ে রেডিসন ক্যাসুয়াল ইয়ার লিমিটেড এর শ্রমিকরা রেডিসন গার্মেন্টসের জিএম আলাউদ্দিনের অপসারণ এর দাবিতে ঢাকা আরিচা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার সুতিপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন রেডিসন গার্মেন্টস এর সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। এতে ঢাকা আরিচা মহাসড়কে উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা জানায় তাদের নবনিযুক্ত জিএম মোঃ আলাউদ্দিন তাদের উপর বারতি প্রোডাকশন এর চাপ সৃষ্টি করে।
এমনকি কাজে ভুল হলে ১০০০ টাকা জরিমানা গুনতে হয় শ্রমিকদের। তারা আরও জানান কারখানা কর্তৃপক্ষ সরকারি নিয়ম অনুযায়ী তাদের ছুটি সহ বিভিন্ন অনিয়ম তুলে এই আন্দোলন করেন শ্রমিকরা। প্রায় ২ ঘন্টা পরে পুলিশের সহায়তায় শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়।
Leave a Reply