মোঃ বুলবুল খান পলাশ, স্টাফ রিপোর্টারঃ
ঢাকার ধামরাইয়ে উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের চতুর্থ তলার টয়লেট থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যার পরে অজ্ঞাত ঐ যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
প্রথমে মরদেহটি শনাক্ত করা না গেলেও পরে রাত সাড়ে দশটার দিকে নিহতের ভাই আব্দুল জব্বার মরদেহ উদ্ধারের খবর পেয়ে থানায় এসে লাশ দেখে নিশ্চিত হন। এসময় তিনি জানান, তার ভাই পেশায় অটো চালক এবং গতকাল সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।
নিহত যুবকের নাম মোহাম্মদ আলী (৩৮)। নিহত মোহাম্মদ আলী উপজেলার সানোরা ইউনিয়নের বাটুলিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে।
ধামরাই থানার পুলিশ জানায়, আজ রোববার সন্ধ্যার দিকে ধামরাই উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের চতুর্থ তলার পশ্চিম পাশের টয়লেটের ভেতরে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি ধামরাই থানা পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে রাতে তার পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথাসহ বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
Leave a Reply