মোঃ নুরুন্নবী, পাবনা প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের উদ্দোগে গণসংযোগ অনুষ্ঠিত হয়।
রবিবার ২০ এপ্রিল সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতে দুবলিয়া বাজারে বিকাল ৫ টার সময় গণসংযোগ শুরু হয়।
উক্ত গণসংযোগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরার অন্যতম সদস্য আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও পাবনা জেলা জামায়াতে নায়েব আমীর প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সুরা ও কর্মপরিষদ সদস্য সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতে তদারককারী মোঃ ফরিদ উদ্দিন।
এছারাও আরো উপস্থিত ছিলেন সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতে সভাপতি মাস্টার মোঃ ইসহাক আলী, সেক্রেটারি মোঃ মোকবুল হোসেন, জামায়াত নেতা মোঃ রতন আলী সহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জামায়াত ও শিবিরের সর্বস্তরের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এর আগে প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হোসাইন বাদ আসর দুবলিয়া হাই স্কুল মাঠ খুদে ফুটবল খেলোয়ারদের মাঝে মত বিনিময় করেন। মতবিনিময় শেষে খেলোয়ারদের দুই টি বল কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
Leave a Reply