মকবুল হোসেন, স্টাফ রিপোটার
সত্য, বিশ্বস্ততা ও পরিপূর্ণতার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছিল মুন টাইমস নিউজ-এর পথচলা। আজ সেই যাত্রা পূর্ণ করলো এক বছর। পাঠকের ভালোবাসা আর নিরবিচ্ছিন্ন সমর্থনের মধ্য দিয়ে মুন টাইমস নিউজ এগিয়ে যাচ্ছে তার নব যাত্রায় নতুন প্রত্যাশা, দায়িত্ব ও স্বপ্ন নিয়ে।
২০২৪ সালের ২০ এপ্রিল যাত্রা শুরু করেছিল মুন টাইমস নিউজ। অল্প সময়েই দেশব্যাপী পাঠকের কাছে পৌঁছে গেছে এই অনলাইন সংবাদ মাধ্যমটি। বস্তুনিষ্ঠ ও সময়োপযোগী সংবাদের পাশাপাশি গণমানুষের কথা তুলে ধরার মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে পোর্টালটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন টাইমস নিউজের সম্পাদক মোঃ আল-আমিন সরকার বলেন, প্রথম বছরটা ছিল আমাদের জন্য শিখন, সংগ্রাম আর পথ খোঁজার সময়। এখন নব যাত্রা শুরু হলো। আমরা প্রতিশ্রুতিবদ্ধ—আরও দায়িত্বশীল সাংবাদিকতা, আরও গবেষণানির্ভর প্রতিবেদন, এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা মানুষের কণ্ঠস্বর তুলে ধরতে।
এছাড়া, দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে পাঠক, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও জনপ্রতিনিধিরাও মুন টাইমস নিউজকে শুভেচ্ছা জানিয়েছেন ভিডিও বার্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মুন টাইমস নিউজ আগামী দিনগুলোতেও সত্য ও নিরপেক্ষতার আলোকবর্তিকা হয়ে সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করে এগিয়ে যাবে এই প্রত্যাশা রইলো সকলের।
Leave a Reply