1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  6. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  7. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
এক আসনেই বিএনপির মনোনয়ন চান বাবা-ছেলে - Crime Report 24
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈর ফুটওভার ব্রিজে লাইটিং ব্যবস্থা না থাকায় ডাকাতির আতংকে সকল পেশার মানুষ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ বোমা উদ্ধার ময়মনসিংহে সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন কলাপাড়ায় ইউএনওর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড়।। দেশের সাংবাদিক, শিক্ষার্থী ও সুশীল সমাজকে কটুক্তি; লাকসামে সাংবাদিকদের মানববন্ধন তেরখাদায় নৌকার চেয়ারম্যান প্রার্থী পদ পেলেন বিএনপির কমিটিতে। নেত্রকোণায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২কেজি গাঁজাসহ ২জন আটক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলমান শিক্ষার অগ্রগতি ও উন্নয়ন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত কলাপাড়ায় অসহায় গৃহহীনের জন্য ঘর নির্মাণ’র চাবি হস্তান্তর ও খাদ্য সহায়তা প্রদান আমতলীতে তালাকের তথ্য গোপন করে সাবেক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, আদালতে মামলা!

এক আসনেই বিএনপির মনোনয়ন চান বাবা-ছেলে

  • প্রকাশকাল: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

অনলাইন ডেস্ক
চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও দেশের অর্থনৈতিক দিক থেকে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সিংহভাগ রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউজের অবস্থানও এই আসনে।

এ আসন থেকেই (তখন ছিল চট্টগ্রাম-৮) ১৯৯১ সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সংসদ-সদস্য নির্বাচিত হয়েছিলেন। খালেদা জিয়া আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে সংসদ-সদস্য হন আমির খসরু মাহমুদ চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও চারবারের সংসদ-সদস্য ও বিএনপির সাবেক বাণিজ্যমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ আসনের মনোনয়নপ্রত্যাশী। এছাড়া আমির খসরুর ছেলে ইসরাফিল মাহমুদ চৌধুরীও বিএনপি থেকে এ আসনের মনোনয়ন চাইবেন বলে শোনা যাচ্ছে।

যেহেতু আমির খসরু মাহমুদ চট্টগ্রাম-১০ আসন থেকেও মনোনয়ন চাইছেন এবং এ আসনে মনোনয়ন পেলে চট্টগ্রাম-১১ আসন ছেলের জন্য ছেড়ে দেবেন। এছাড়া ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক থাকায় ভোটের মাঠে তাদের থাকা-না-থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে আগেভাগেই চট্টগ্রামের ১৬ আসনে প্রার্থিতা ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ আসনে জামায়াত থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর শফিউল আলমকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে তিনিও জনসংযোগ শুরু করেছেন। সবমিলিয়ে এখন পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি ও জামায়াত প্রার্থীর তোড়জোড় দেখা যাচ্ছে বেশি।

চসিকের ২৭ থেকে ৩০ নম্বর এবং ৩৬ থেকে ৪১ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১১ আসন। পতেঙ্গা, বন্দর, সদরঘাট ও ইপিজেড থানা এবং ডবলমুরিং থানার একাংশ পড়েছে এ আসনে। এখানে রয়েছে দেশের প্রধান সমুদ্রবন্দর, দুটি বৃহৎ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, বিমানবন্দর, নৌ-বিমানঘাঁটি, তেল শোধনাগার পদ্মা-মেঘনা-যমুনা ও ইস্টার্ন রিফাইনারিসহ জাতীয় বেশকিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। ১৯৯১ থেকে ২০০৬ সাল-টানা ১৫ বছর এ আসন বিএনপির দখলে ছিল। প্রথমবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আসনটি ছেড়ে দেওয়ায় উপনির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচিত হন।

এরপর ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনেও জয়ী হন আমির খসরু। তবে ২০০৮ থেকে বিগত তিনটি বিতর্কিত নির্বাচনে এ আসনে সংসদ-সদস্য হিসাবে জয়ী হন আওয়ামী লীগের এমএ লতিফ। সর্বশেষ ‘আমি আর ডামি’ নির্বাচনেও জয়লাভ করেন লতিফ। এ সময়ে চট্টগ্রাম চেম্বারে পরিবারতন্ত্র, বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যে প্রভাব বিস্তার, জমি দখলসহ সরকারি সুবিধা ও ক্ষমতাকে কাজে লাগিয়ে সম্পদের পাহাড় গড়ে তোলেন তিনি। ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান এই সংসদ-সদস্য। ৯ আগস্ট নগরীর মাদারবাড়ী এলাকা থেকে সেনাবাহিনীর হাতে আটক হওয়ার পর বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, চট্টগ্রাম-১১ আসনে এখন পর্যন্ত আমির খসরুর কোনো বিকল্প নেতা নেই। তিনি ২০০১ সালে বিএনপি সরকারের বাণিজ্যমন্ত্রী ছিলেন। এ আসনের নাড়িনক্ষত্র তার জানা। তবে তার পৈতৃক নিবাস নগরীর উত্তর কাট্টলী এলাকায়। এটি এখন চট্টগ্রাম-১০ আসনের অন্তর্ভুক্ত। সেখানেও তিনি মনোনয়ন চাইবেন। এ দুটি আসনের যেখানেই আমির খসরু মাহমুদ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হোক, জয়ের ব্যাপারে অনেকটাই নিশ্চিত নেতাকর্মীরা।

এদিকে একই আসনে আমির খসরুর ছেলে ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীও বিএনপি থেকে মনোনয়ন চাওয়ার কথা রয়েছে। গত ২৮ মার্চ চট্টগ্রামে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে আমির খসরুর সঙ্গে ছেলে ইসরাফিল খসরুও উপস্থিত ছিলেন। ভোটযুদ্ধে অংশ নিতে এরই মধ্যে মাঠে নেমেছেন ইসরাফিল খসরু। দল চাইলে তিনিও প্রস্তুত বলে সাংবাদিকদের জানিয়েছেন।

বিএনপির পররাষ্ট্র উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমি কখনো ক্ষমতা বা জনপ্রতিনিধিত্ব করার বিষয়টি চিন্তা করে কোনো কাজ করিনি। ব্যক্তিগতভাবে কিছু পাওয়ার ইচ্ছা নিয়েও কাজ করিনি। সবসময় কাজ করেছি দল ও মানুষের স্বার্থে। এক্ষেত্রে দল যদি আমাকে যোগ্য মনে করে, তাহলে অবশ্যই সেটি সৌভাগ্যের হবে।’

জামায়াতের প্রার্থী শফিউল আলম বলেন, ‘আমি ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত চসিকের ৩৭নং উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করেছি। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমার সফলতা ছিল। হয়তো এ কারণে দল আমার ওপর আস্থা রেখেছে। আমার ইচ্ছা রয়েছে এ আসন হবে নাগরিকদের নিরাপদ বাসস্থান। যেখানে থাকবে না চাঁদাবাজি, দখলবাজি কিংবা কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য।

জামায়াতে ইসলামীর বন্দর থানার শূরা ও কর্মপরিষদের এ সদস্য আরও বলেন, ‘চট্টগ্রাম-১১ আসনে উচ্চবিত্তের মানুষ যেমন রয়েছে, তেমনই রয়েছে জেলে ও অস্থায়ী মানুষের আবাসস্থল। তাদের মধ্যে নিচতলার মানুষের কথা শোনার কেউ নেই। তাদের সমস্যাগুলো যুগযুগ রয়ে গেছে। এখনো চট্টগ্রাম বন্দর পতিত সরকারের দোসরদের হাতে জিম্মি। এখানে জলাবদ্ধতাসহ যেসব নাগরিক সমস্যা রয়েছে, জনগণ যদি সুযোগ দেয় সম্মিলিতভাবে সমাধান করার ইচ্ছা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ