নিজস্ব প্রতিবেদক:
“ঐক্য, উন্নয়ন ও স্বচ্ছতা” এই মূলনীতিতে কুষ্টিয়ার দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)-এর কর্মী সম্মেলন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে রিফাইতপুরস্থ দৌলতপুর উপজেলা কার্যালয়ের পাশে স্কুল মাঠে আয়োজিত এ সম্মেলনে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: সোহেল রানা ও মহাসচিব মো: তহিদুল ইসলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন।
বক্তব্যে সংগঠনের মহাসচিব তৌহিদুল ইসলাম বলেন, “স্বৈরাচার পতনে আপনাদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। নইলে বাংলাদেশে রাজনীতির ভবিষ্যত অন্ধকার।”
প্রধান অতিথির বক্তব্যে বিআরপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান মো: নুরুল হক বলেন, “আমরা প্রতিহিংসার রাজনীতিকে ঘৃণা করি। ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য—বিতর্ক হবে সংসদে, রাজপথে নয়। সেই জন্য চাই দেশের সকল রাজনৈতিক দলের ঐক্য।”
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো: মেহেদী হাসান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ আব্দুল কাদির কাজল, সহ-আন্তর্জাতিক সম্পাদক সোহাগ মোঃ সজিব খান এবং কার্যনির্বাহী সদস্য মাহবুবর রহমান শিপন ও সাইফুজ্জামান টুলুল।
তৃণমূলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিআরপি’র সদস্য সচিব মোঃ হাসিম হোসেন, সঞ্চালনা করেন খুলনা জেলা আহ্বায়ক সৈয়দ ওয়াসিম রেজা।
Leave a Reply