মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
সাঘাটা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোট উৎসবমূখর পরিবেশে সাঘাটা বালিকা বিদ্যালয় এন্ড কলেজে ১৭ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে ৬৮৩ জন ভোটারের মাঝে ৫৭৫ জন ভোটার স্বতঃস্ফুর্ত ভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।
সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়েছে ।
মোট ৯টি পদের বিপরীতে মনোনয়ন পত্র বিক্রি করা হয়।
৯ টি পদের বিপরীতে ৪ টি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হয়।
বাকি ৫ টি পদের বিপরীতে ১০ জন প্রার্থী শুক্রবার নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। তিনটি বুথের মাধ্যমে ভোট গ্রহণ চলে।
আইন শৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ ও গ্রাম্য পুলিশ দায়িত্ব পালন করছেন।
তবে সাঘাটা উপজেলার দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীকে ভোট কেন্দ্র এলাকায় কয়েকবার টহল দিতে দেখা গেছে।
প্রধান নির্বাচন কমিশনার আফতাব হোসেন জানান ৬৮৩ জন ভোটারের মাঝে ৫৭৫ জন ভোটার ভোট প্রদান করেন। ভোট গণণা শেষে বিকেল ৫টায় ভোটের ফলাফল ঘোষণা করা হয়।
এতে সভাপতি পদে রেজাউল করিম ২৯৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয় তার প্রতিদ্বন্ধী প্রার্থী রঞ্জু মন্ডল ২৭০ ভোট পেয়েছেন।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে সাগর কুমার ৩০০ ভোট পেয়ে নির্বাচিত হয় এবং তার প্রতিদ্বন্ধী প্রার্থী মজিবর রহমান ২৫০ ভোট পেয়েছেন।
Leave a Reply