মোঃ বুলবুল খান পলাশ, স্টাফ রিপোর্টারঃ
গত ১৫ বছর বিএনপির নেতা কর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যে অবদান রেখেছেন তা কখনোই ভুলার নয়। একই ধারায় সামনের দিনগুলোতেও বাংলাদেশের সুশাসন, উন্নয়ন-অগ্রগতির সমর্থনে বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলেছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন।
সোমবার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে মরহুম বাবর আলী চেয়ারম্যানের বাড়িতে
জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন তিনি।
তিনি বলেন, সম্প্রতি ধামরাইয়ের কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেখানে আওয়ামী দোসররা বিএনপির নাম ভাঙ্গিয়ে অপকর্ম করার চেষ্টা করছে। বিএনপির ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে নিজেদের সুশৃঙ্খল থাকতে হবে যাতে কোন আওয়ামী দোসর বিএনপিতে যোগদান না করতে পারে।
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচন দেয়ার আহবান জানিয়ে বলেন, আপনারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিন। আমরা ঐক্যবদ্ধ থেকেই গত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছি। এ আন্দোলন ছিলো জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। জনগণ তাদের মত প্রকাশের অধিকার চায়। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সামনেও আমরা ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করবো।
মরহুম বাবর আলী চেয়ারম্যানের সুযোগ্য সন্তান ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেন সুজনের সার্বিক সহায়তায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদকা আবু হানিফ, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদার, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাউদ হোসেন প্রমুখ।
Leave a Reply