1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শবে মেরাজের গুরুত্ব মনোহরদীর সেকেন্দার আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও নবীন বরণ অনুষ্ঠিত পাঁচবিবিতে সংসদ-গণভোটের র‍্যালী ও লিফলেট বিতরণ দুর্গম পার্বত্য এলাকায় বিজিবির মানবিক উদ্যোগপানছড়িতে মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ কেশবপুরে বিএনপির উদ্যোগে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার বুহের মাগফেরাত কামনা দোয়া অনুষ্ঠিত। বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত বীরগঞ্জ গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত। মনোহরদীর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত বীরগঞ্জ গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত। অনলাইন সাংবাদিক ফোরামের বার্ষিক সভা ও কম্বল বিতরণ ‎শীতার্ত শিশুদের পাশে ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশন সাঘাটায় টপসয়েল কাটায় কঠোর ব্যবস্থা: এক্সকাভেটর বন্ধ, ৬০ হাজার টাকা দণ্ড

বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা সম্পন্নগীতার শিক্ষা শুধু ধর্মীয় চর্চার মধ্যেই সীমাবদ্ধ নয়, মানবকল্যাণের পথ দেখায় আবু সুফিয়ান

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা গত শুক্রবার (৯ জানুয়ারি) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিন্ন সিলেবাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সারাদেশের বিভিন্ন মঠ-মন্দির, বিদ্যালয় ও কলেজসহ নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। বাগীশিক কেন্দ্রীয় সংসদের আয়োজনে অনুষ্ঠিত এ পরীক্ষায় চট্টগ্রাম মহানগরের ১৬টি থানার ১১টি কেন্দ্রে প্রায় ৩ হাজার শিক্ষার্থী অংশ নেয়। চট্টগ্রাম মহানগরের আওতাধীন সকল থানা সংসদ সমন্বয়ের মাধ্যমে পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করে। যদিও সারাদেশে অভিন্ন সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, তবে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলায় ভিন্ন ভিন্ন সিলেবাসের আলোকে পরীক্ষা গ্রহণ করা হয়। কারণ এসব সংসদ বিগত কয়েক বছর ধরে স্বতন্ত্রভাবে বার্ষিক পরীক্ষা আয়োজন করে আসছে। সংশ্লিষ্টরা জানান, ২০২৫ সাল থেকে এসব অঞ্চলকেও অভিন্ন সিলেবাসের আওতায় আনা হবে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন।

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি ঝুন্টু চৌধুরী।

বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগীশিক কেন্দ্রীয় উপদেষ্টা ও পরীক্ষা বিষয়ক বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট দিলীপ কুমার ভট্টাচার্য, উপদেষ্টা শিবু প্রসাদ দত্ত ও অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, অধ্যাপক বনগোপাল চৌধুরী, তপন রায়, বিষ্ণুপদ পালিত, সুকুমার দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ, চন্দন তলাপাত্র, বিপ্লব দে পার্থ, লায়ন প্রদীপ চক্রবর্তী, রনি চক্রবর্তী, ডা. বিবরণ দাশসহ বিভিন্ন থানা সংসদের সভাপতি-সাধারণ সম্পাদক ও মহানগর নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মো. আবু সুফিয়ান বলেন, “গীতার শিক্ষা শুধু ধর্মীয় আচার-অনুশীলনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানবকল্যাণ, নৈতিকতা ও মানবিকতার পথ নির্দেশ করে।”

বক্তারা বলেন, বাগীশিক একটি মানবিক, সামাজিক ও দেশপ্রেমিক সংগঠন। ধর্মপ্রাণ, নৈতিক ও আলোকিত মানুষ গড়তে এই পরীক্ষার মাধ্যমে শিশু-কিশোর ও তরুণ সমাজ ধর্ম সম্পর্কে সচেতন হবে, ধর্মান্ধ নয় বরং ধর্মভীরু হয়ে উঠবে। এতে করে আদর্শ নাগরিক গড়ে উঠবে এবং আগামীর আলোকিত বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ