প্রাণের প্রিয়ো ভাইটি আমার
নয়তো সহোদর ,
তবু তিনি মোর হৃদ মাজারে
বেঁধে ভালোবাসার ঘর ।
বোন হিসেবে আমি তাহার
দুই চোখেরি মণি ,
পৃথিবীতে আমার চেয়ে
কে আছে আর ধনী ।
গফরগাঁও এর ভাইটি আমার
মকবুল হোসেন নাম ,
বিচিত্রা সহ বহু পত্রিকায় তার
খ্যাতি আর সম্মান ।
ভাইটি আমার সৎ সাহসী
কলমে তার লড়াই ,
তাঁকে নিয়ে গর্ব অনুভব হয়
আর করতে পারি বড়াই ।
রক্তে গাঁথা হলেই কেবল
হয় না আপনজন ,
কিছু কিছু সম্পর্কের ক্ষেত্রে
আন্তরিকতাও মেলবন্ধন ।
ভাইয়ের জন্য দোয়া করবেন
সকল দেশও বাসি ,
ভোরের সূর্য্যের মতো যেন তার
দুই ঠোঁটে থাকে হাসি ।
পরিবার নিয়ে ভালো থাকুক
দোয়া করবেন সবে ,
সম্মানের সঙ্গে বেঁচে থাকুন
সারা জীবন ভবে ।
Leave a Reply