1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
আবারও ইতিহাস গডে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন সোমা এস সাঈদ - Crime Report 24
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
পলাশবাড়ির নিজ বাড়িতে পৌঁছেছে শান্তি মিশনে শহীদ সবুজ মিয়ার মরদেহ : দাফন সম্পন্ন গাজীপুর-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীর সাথে কালিয়াকৈর মৎস্য আড়তদার ব্যবসায়ীদের মতবিনিময় খাগড়াছড়িতে ইট সংকট: বন্ধ ইটভাটা চালুর দাবিতে সড়ক অবরোধ, জনভোগান্তি খাগড়াছড়িতে ৪০ জন অসহায় মানুষের পাশে খাগড়াছড়ি রিজিয়ন ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ শুভ উদ্বোধন ত্রিশালে আন্তঃ জেলা অটোরিক্সা চোর চক্রের ৯ মামলার আসামীসহ ৩ সদস্য গ্রেফতার মুরাদনগরে স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহে জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত রাতে বেরিয়ে ফেরেননি, সকালে মিলল মাদক কারবারির ঝুলন্ত মরদেহ রংপুরে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত ময়মনসিংহের বইমেলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপনী

আবারও ইতিহাস গডে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন সোমা এস সাঈদ

  • প্রকাশকাল: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন,
আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পর পবিত্র কোরআন ছুঁয়ে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে গত বৃহস্পতিবার ,১৮ ডিসেম্বর ২০২৫,বিকাল ৫টায় শপথ গ্রহণ করলেন বাংলাদেশী আমেরিকান সোমা এস সাঈদ। এর মধ্যদিয়ে বহুজাতিক সমাজে প্রথম বাংলাদেশীই নন, প্রথম মুসলমান নারী হিসেবে সোমা এস সাঈদ ২য় বারের ন‍্যায় ইতিহাস রচনা করলেন। নিজের মেধা এবং কর্মনিষ্ঠার মাধ্যমে বিচারপতি সোমা এস সাঈদ একইসাথে বাংলাদেশকেও অনন্য এক উচ্চতায় নিয়ে গেলেন বলে শপথ গ্রহণের প্রাক্কালে শুভেচ্ছা বক্তব্যে মন্তব্য করেছেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, সিনেটর টবি এন স্ট্যাভিস্কি, এ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রিন, কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনাভন রিচার্ডস এবং কোট অহ আপিলের প্রধান বিচারপতি রোওয়ান উইলসন।খবর আইবিএননিউজ ।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আফতাবউদ্দিন সাঈদ এবং টাঙ্গাইলের একটি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা আমিনা বেগম সাঈদের কন্যা সোমা এস সাঈদ ১২ বছর বয়সে মা-বাবার সাথে ইমিগ্র্যান্ট হয়ে যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই নিউইয়র্ক সিটির কুইন্সে বাস করছেন। নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে লেখাপড়ার পর সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক থেকে ব্যাচেলর ডিগ্রি করেন সোমা এস সাঈদ। এরপর ইউনিয়ন ইউনিভার্সিটির আলবেনী ল’ স্কুল থেকে কৃতিত্বের সাথে জেডি করেছেন। টানা দেড় যুগের অধিক সময় এটর্নী হিসেবে পেশাগত জীবন-যাপনের পাশাপাশি কম্যুনিটির নানা কর্মকান্ডে জড়িত থেকে সোমা এস সাইদ নিজেকে বিশেষ এক অবস্থানে উন্নীত করতে সক্ষম হন এবং সেই সিঁড়ি বেয়েই ২০২১ সালের নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়নে কুইন্স কাউন্টিতে নিউইয়র্ক সিটি সিভিল কোর্টের বিচারক হিসেবে বিজয়ী হয়েছিলেন।এবং প্রথম বার ইতিহার রচনা করেছিলেন ।

এরপরের বছর তাকে ম্যানহাটানে অবস্থিত নিউইয়র্ক কাউন্টি ক্রিমিনাল কোর্টে বিচারপতির দায়িত্ব প্রদান করা হয় এবং তিনি তা বিচক্ষণতার সাথে ২০২৩ সাল নাগাদ পালন করেছেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে পুনরায় কুইন্স কাউন্টি সিভিল কোর্টে বিচারপতি হিসেবে কাজ শুরু করেছিলেন। সর্বশেষ গত ৪ নভেম্বরের ২০২৫ নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়নে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে বিজয়ী হয়েছেন।

সোমা এস সাইদ শপথ গ্রহণের ঘটনাকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করে শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারী।

সোমা এস সাঈদের স্বামী মিজানুর চৌধুরী এবং ভাই সাঈদও অভিবাসী সমাজের সদস্যগণের আমেরিকান স্বপ্ন পূরণের পথে অনন্য এক উদাহরণে পরিণত হলেন বিচারপতি সোমা এস সীঈদ এমন অভিমত পোষণ করেছেন। তারা বলেছেন, লক্ষ্যে অবিচাল আস্থাশীল থেকে সততা ও নিষ্টার সাথে নিজেকে নিবেদিত রাখা সম্ভব হলেই বহুজাতিক এ সমাজেও প্রতিষ্ঠা পাওয়া সম্ভব।

অনুষ্ঠানে ছিলেন ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নী মঈন চৌধুরী,তিনি এ সংবাদদাতার কাছে নিজের অভিব্যক্তি প্রকাশকালে উচ্ছ¡সিত চিত্তে বলেন, ডেমক্র্যাটিক পার্টি থেকে মনোনয়ন লাভে সক্ষম হওয়ায় সোমাকে দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে অবতীর্ণ হওয়ার প্রয়োজন হয়নি। সরাসরি মূল নির্বাচনে আড়াই লক্ষাধিক ভোটে জয়ী হয়েছেন। সোমা এস সাঈদ এ বিজয় বাংলাদেশী আমেরিকানদের বিজয়। ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিকক্ট লিডার ড. দীলিপ নাথ এবং অভিবাসন আইনে বিশেষভাবে পারদর্শী এটর্নী অশোক কর্মকার পৃথক পৃথক ভাবে এ সংবাদদাতার কাছে নিজের অনুভ’তি প্রকাশকালে বলেছেন, সোমা এস সাইদ এর এমন উত্থানে কম্যুনিটির নতুন প্রজন্ম অনুপ্রাণীত হবে এবং তারাও নিজ মেধাগুণে আরো অনেক বড় কিছু অর্জনে সক্ষম হবেন।

পেশাগত সততা সোমা এস সাঈদকে নিউইয়র্ক সিটি ইক্যুয়াল রাইটস এ্যানফোর্সমেন্ট কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ছাড়াও রাইট অব জাস্টিস কাউন্সিলের বোর্ড মেম্বার হিসেবে অধিষ্ঠিত হবার পথ সুগম করেছিল। সোমা এস সাঈদ এশিয়ান আমেরিকান জাজ এসোসিয়েশনেরও সম্মানীত সদস্য। কুইন্স কাউন্টি উইমেন’স বার এসোসিয়েশনের প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেছেন এটর্নী সোমা এস সাঈদ ।

ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এটর্নী রোন্ডা বিন্ডা এবং আয়েশা দেওয়ানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সৃষ্টিকর্তার প্রতি আনুগত্যের বাণী উচ্চারণ করেছে ছোট্টমনি জাহিন সাঈদ। অনুষ্ঠানে কম্যুনিটি বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বকারি ব্যক্তিগণের মধ্যে ছিলেন মুলধারার রাজনীতিক ডেমোক্র্যাট ডিস্ট্রিক্ট লিডার ড.মিত্রা জেন,মূলধারার রাজনীতিক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং নিউইয়র্ক নিউ হারাইজন লায়ন ক্লাবের পরিচালক গিয়াস আহমেদ, নিউইয়র্ক নিউ হারাজন লায়ন ক্লাবের পরিচালক মিজান চৌধুরী,নিউইয়র্ক নিউ হারাইজন লায়ন ক্লাবের পরিচালক আমির হোসেন কামাল,সমাজকর্মী হাসানুজ্জামান হাসান,জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম শামসী আলী, নিউইয়র্ক নিউ হারাইজ লায়ন ক্লাবের প্রেসিডেন্ট তারেক হাসান খান,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাঈম আহমেদ, ভাইস প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,সাধারণ সম্পাদক ও সাংবাদিক আহমেদ সোহেল, মার্কেটিং চেয়ারপার্সন আনোয়ার হক,সাধারন সদস্য ও মুলধারার ক্লিটন ডেমোক্রেটিক ক্লাবের সাধারন সম্পাদক দেলওয়ার মানিক,সেলিনা মানিক,সিমন মানিক,সামান্তা মানিক, মুলধারার ক্লিটন ডেমোক্রেটিক ক্লাবের ক‍্যারেনএবং আহসান হাবিব প্রমুখ সহ প্রায় তিন শতাধিক মুল্যবানসহ বাঙালি রা উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয় ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ