স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রামের রাউজান উপজেলার পুর্বআধারমানিক খ্যাতি পাড়ার বিশিষ্ট সমাজসেবক প্রয়াত সুপতি রঞ্জন বড়ুয়ার স্মরনে সংঘদান, স্মৃতি চারন ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান মানিক বিহারের অধ্যক্ষ সংবর্ধিত ভদন্ত সুমন বংশ মহাথেরর সভাপতিত্বে ও রাউজান প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় গতকাল ১৯ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি , জাতীয় দৈনিক আলোকিত দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কে এম রুবেল ও রাউজান প্রেস ক্লাবের সহ-সভাপতি এম. রমজান আলীকে ও বৌদ্ধ ধর্মের প্রচার প্রসারে অবদান রাখায় ভদন্ত সুমন বংশ মহাথেরকে সুপতি বড়ুয়া স্মারক সম্মাননা প্রদান করা হয় ।
ভিক্ষু সংঘের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিয়া নন্দ থেরো, শীলবংশ থের, প্রিয় বংশ থের, প্রজ্ঞাশ্রী ভিক্ষু, অসসজ্যেতি ভিক্ষু, আনন্দ বোধী ভিক্ষু,জয়শ্রী ভিক্ষু, প্রজ্ঞাবংশ ভিক্ষু, সুদিষ্টানন্দ ভিক্ষু, শুভানন্দ ভিক্ষু, ধর্মানন্দ ভিক্ষু, মেধানন্দ ভিক্ষু, মেধানন্দ ভিক্ষু, জ্ঞানপাল ভিক্ষু, বিজয়ানন্দ ভিক্ষু ও সত্যানন্দ ভিক্ষু ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তরুন সমাজসেবক ও সংগঠক অজয় বড়ুয়া ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি সমাজ সেবক মৃদুল বড়ুয়া,সাংবাদিক ইন ম্যানুয়েল গোমেজ,সাংবাদিক দিদারুল আলম বেদার, সমাদর ক্লাবের সাধারন সম্পাদক সুলভ বড়ুয়া, সাংবাদিক সনজয় বড়ুয়া মুন্না, সমাজ সেবক রনদিশ বড়ুয়া, বিনন্দ বড়ুয়া ।
Leave a Reply