মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি
আল্লামা ইমাম হায়াত বলেন, ওসমান হাদীর হত্যাকাণ্ড রাজনীতির নামে চলমান খুন সন্ত্রাস ভিত্তিক স্বৈররাজনীতির বিষফল।
আল্লামা ইমাম হায়াত একক ধর্মের নামে সাম্প্রদায়িক স্বৈররাজনীতি ও একক বস্তুবাদি জাতীয়তাবাদের নামে চলমান খুন সন্ত্রাস ভিত্তিক একক গোষ্ঠীবাদি হিংস্র পাশবিক স্বৈররাজনীতি বর্জন করে সব মানুষের জীবন, ধর্ম, রাষ্ট্র ও গণতন্ত্র রক্ষায় মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতির ভিত্তিতে মানবিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান।
শেখ রায়হান রাহবার
মহাসচিব,
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ
World humanity revolution
মোবাইলঃ ০১৭৮৬ ২৭ ২৮ ২৯
Leave a Reply