রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে অবৈধভাবে (অনুমতি ছাড়া) পুকুর সংস্কার ও মাটি বিক্রির অভিযোগে এক পুকুর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলার কালীগ্রাম খন্দকারপাড়ায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।
তিনি জানান, উপজেলার কালীগ্রাম খন্দকারপাড়ার গোলাম কিবরিয়া নামে একজন অনুমতি ছাড়াই অবৈধভাবে ভেকু (এস্কেভেটর) মেশিন দিয়ে পুকুর সংস্কার এবং পুকুরের মাটি খনন করে বাহিরে বিক্রি করছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করি। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পুকুর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নাবিলা ইয়াসমিন আরও জানান, অনুমতি ছাড়া অবৈধভাবে পুকুর সংস্কার, খনন এবং মাটি বিক্রি ও ফসলি জমিতে পুকুর খননের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত আছে।
Leave a Reply