পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১৮ ডিসেম্বর/২৫
জয়পুরহাটের পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসাবে যোগদান করেন মোঃ জুলফিকার আলী। বৃহস্পতিবার সকালে তিনি স্কুলে উপস্থিত হলে বিদ্যালয়ের সিনিয়র-জুনিয়র শিক্ষক ও কর্মচারীগণ তাকে প্রধান শিক্ষককের অফিস রুমে নিয়ে যান। এরপর বিদ্যালয়ের শিক্ষকগণ প্রধান শিক্ষককে ফুলের শুভেচ্ছা জানায়। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোঃ আখতারুল আলম, মি. নির্মল টুডু, মোঃ আব্দুল মোত্তালেব, মোঃ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক মোঃ কামরুল হাসান, মোঃ আবু জারজিস সরদার, মোঃ মোত্তালেব আলম ও কর্মচারীগণ।
১৯৬৮ সালে মানুষ গড়ার কারিগর শিক্ষক জুলফিকার আলী বগুড়া সদরে জন্ম গ্রহণ করেন। তিনি প্রাথমিক ও মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে বগুড়ার মহাস্থান মহী শাওয়ার কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় স্নাতক ও অনার্স মাস্টার্স ডিগ্রি লাভ করেন। পটুয়াখালী, বগুড়া, জয়পুরহাট ও শান্তাহার এলাকায় দীর্ঘদিন সফলতার সাথে শিক্ষকতা করেন তিনি। অবশেষে ১৮’ই ডিসেম্বর পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। আগামী ২৭ সালের এপ্রিল মাসে তিনি শিক্ষকতায় অবসর গ্রহণ করবেন।
Leave a Reply