মোঃ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার।
জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের পিঙ্গলহাটি গ্রামে শাহজাদী বেগম ওয়াকফ স্টেটের লিজকৃত পুকুরকে কেন্দ্র করে তৈরি হয়েছে নাটকীয় পরিস্থিতি। ২০২২ সালে ৫ বছরের জন্য প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ৬২ শতাংশের এই পুকুরটি ইজারাদার সৈয়দা নাজনীন ও মোয়াজ্জেম হোসেনকে বুঝিয়ে দিলেও হঠাৎ করেই পলাতক এক ইউপি চেয়ারম্যানের নামে নতুন সাইনবোর্ড টাঙিয়ে দেয় ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম। এতে ইজারাদারসহ স্থানীয়দের মধ্যে দেখা দেয় চাঞ্চল্য ও বিভ্রান্তি।
ইজারাদার নাজনীন বেগম অভিযোগ করেন—২০২২ সালে ৫ বছরের জন্য ওয়াকফ প্রতিনিধি, ভূমি অফিস ও স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে পুকুরটি মেপে তাদের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু কয়েক দিন আগে আমিনুল এসে তাদের সাইনবোর্ড উঠিয়ে ইউনিয়ন পরিষদের মালিকানা দেখিয়ে নতুন বোর্ড টাঙিয়ে দেন। নাজনীনের দাবি, আমিনুল তিন লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন; আর্থিক সঙ্কটে তারা মাত্র ২০ হাজার টাকা দেওয়ায় তিনি ক্ষুব্ধ হন।
তবে অভিযোগ অস্বীকার করে আমিনুল ইসলাম বলেন—১৯৯৩ সালের এক সরকারি আদেশে পুকুরটি খাস হিসেবে শরিফপুর ইউনিয়ন পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছিল। তার দাবি, ওয়াকফের বৈধ নথি তার কাছে নেই। তারা যদি বৈধ নথি দেখাতে পারে তাহলে সাইনবোর্ড সরিয়ে নিবে।
এ ঘটনার দ্রুত সমাধান চেয়েছে ভুক্তভোগী ও এলাকাবাসী।
Leave a Reply