1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শবে মেরাজের গুরুত্ব মনোহরদীর সেকেন্দার আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও নবীন বরণ অনুষ্ঠিত পাঁচবিবিতে সংসদ-গণভোটের র‍্যালী ও লিফলেট বিতরণ দুর্গম পার্বত্য এলাকায় বিজিবির মানবিক উদ্যোগপানছড়িতে মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ কেশবপুরে বিএনপির উদ্যোগে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার বুহের মাগফেরাত কামনা দোয়া অনুষ্ঠিত। বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত বীরগঞ্জ গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত। মনোহরদীর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত বীরগঞ্জ গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত। অনলাইন সাংবাদিক ফোরামের বার্ষিক সভা ও কম্বল বিতরণ ‎শীতার্ত শিশুদের পাশে ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশন সাঘাটায় টপসয়েল কাটায় কঠোর ব্যবস্থা: এক্সকাভেটর বন্ধ, ৬০ হাজার টাকা দণ্ড

গুলির ঘটনায় প্রতিবাদে খাগড়াছড়িতে জেলা বিএনপির মিছিল-সমাবেশ

  • প্রকাশকাল: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে গণসংযোগ চলাকালে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি-২৯৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু ও মোশাররফ হোসেন, জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান এবং জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ।

সভাপতির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভণ্ডুল করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে বিএনপির মনোনীত প্রার্থীদের ওপর হামলা চালাচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচন বন্ধের ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে গুজবে কান না দেওয়ার এবং সন্ত্রাসীদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশ থেকে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ওপর গুলি চালিয়ে হত্যাচেষ্টার ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ