কামাল উদ্দিন জয়, প্রতিবেদক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে উখিয়া কেন্দ্রীয় শহিদ মিনারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, উখিয়া উপজেলা শাখা।
সমাবেশে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক বলেন, “ওসমান হাদির ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য ১২ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে ২৪ ঘণ্টার মধ্যে যমুনা ঘেরাও করা হবে।”
প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন—
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি ইউসুফ বিন নূরী, সাংগঠনিক সম্পাদক শাহ ইকবাল,
উখিয়া উপজেলা সভাপতি ফারুক আল ফারাবী, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল, সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ হকসহ উখিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ ও কর্মীরা।
Leave a Reply