শাকিল হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বুধবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার উড়ালসেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপার আরিফুল ইসলাম (২৮), গাইবান্ধা সদর উপজেলার শাপলা পাড়া গ্রামের তছলিম উদ্দিন সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সফিপুর বাজার উড়ালসেতুর ওপর দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে পেছন দিক থেকে দ্রুতগামী চন্দ্রাগামী যাত্রীবাহী বাসটি ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়। আহত চার যাত্রীকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
ঘটনার ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতের মরদেহ হাইওয়ে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
Leave a Reply