পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১৯ নভেম্বর/২৫
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ। উপজেলার সকল গ্রামীণ জনপদের সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এলজিইডি জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার। প্রকৌশলী শিমুল কুমার কুন্ডু কর্মশালায় গ্রামীণ জনপদের সড়কে সহজ উপায়ে চলাচল বিষয়ে বিষদ আলোচনা করেন।
উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তালুকদার রুকু, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ জিয়াউল ফেরদৌস রাইট, সাবেক ছাত্রদল নেতা আবু তাহের, উপজেলা জামায়াতের আমির সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, পৌর আমীর আবুল বাশার মাষ্টার, উপজেলা বিআরডিবির সভাপতি ও বিএনপি নেতা প্রভাষক মোঃ সাইদুর রহমান, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হোসেন চৌধুরী, বাগজানা ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি মোঃ তাইজুল ইসলাম, সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী, সম্পাদক সজল কুমার দাস সহ শিক্ষক, এনজিও প্রতিনিধি, ইমাম, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
Leave a Reply