স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রামের পরিবেশ, কৃষি, জলবায়ু ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স’ এবং চট্টগ্রামের পথশিশু ও অধিকার বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা মানবিক সংগঠন ‘অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন’র যৌথ উদ্যোগে আগামী ১৪ নভেম্বর শুক্রবার বিকাল ৩টায় নগরীর ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের আকবরশাহ এলাকার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মালিকানাধীন লেকসিটি হাউজিং সোসাইটির প্রধান প্রবেশ গেট থেকে এশিয়ার উইমেন ইউনিভার্সিটি সীমানা পর্যন্ত সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ-চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। একইসাথে এই অনুষ্ঠানে ভ্রমণপিপাসু অভিভাবকদের সাথে আগত শিশুদের পরিবেশ সচেতন করে তুলতে উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্য এবং সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি ও গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব স ম জিয়াউর রহমান।
Leave a Reply