স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
আজ ১২ নভেম্বর বুধবার বিকাল ৫টায় ফটিকছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে মহান ২৯শে আশ্বিন হযরত বাবা ভাণ্ডারী (ক.)’র খোশরোজ শরিফ ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.)’র ৩৭তম মহান ২৬শে আশ্বিন ওরশ শরিফ উপলক্ষে অনলাইন ভিত্তিক ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজ “MH RAHBAR TV” এর আয়োজনে “মাইজভাণ্ডারী কালাম প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ডাঃ লায়ন বরুণ কুমার আচায্য বলাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
এস এম এম সেলিম উল্লাহ মাইজভাণ্ডারী উপদেষ্টা MH RAHBAR TV। মোহাম্মদ নাজমুল হুদা, উপদেষ্টা মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বাহরাইন শাখা, মোহাম্মদ সাইফুল ইসলাম সফি সহ-সভাপতি মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাস আল খাইমা শাখা সংযুক্ত আরব আমিরাত, কৃঞ্চবদ্য সাধারণ সম্পাদক, ঝুমুর সরদার সাংগঠনিক সম্পাদক, মানিক বড়ুয়া দপ্তর সম্পাদক মাইজভাণ্ডারী গাউসিয়া হক সূর্যগীরি আশ্রম শাখা।
প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্হান অধিকারী যথাক্রমে এম শাখাওয়াত আরমান
(মন্দাকিনী হাটহাজারী), মুহাম্মদ নুরুল আবছার (কিপাইত নগর, ফটিকছড়ি), মুহাম্মদ আশিকুর রহমান (বাশখালী) পুরস্কার গ্রহন করেন এবং বাকিরা শান্তনা পুরস্কার গ্রহন করেন।
উপস্থিত ছিলেন মুহাম্মদ শাহাদাত হোসাইন রাকিব, মুহাম্মদ সাব্বির হোসেন সাগর, মুহাম্মদ শাহাদাত হোসাইন সাহারাজ,মোহাম্মদ সাগর, মোহাম্মদ তামজিদ হোসাইন (MH RAHBAR TV এডমিন) মোহাম্মদ হাসান আরিফ। সার্বিক সহযোগিতায় আবু জাফর মোহাম্মদ জোবাইদুল হক (আরব আমিরাত প্রতিনিধি) এতে আরো জ্ঞানী গুণী ব্যাক্তিবর্গ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply