ইমন রহমান, নেত্রকোনা জেলা প্রতিনিধি ঃ
১৫৮ নেত্রকোণা ২ (সদর- বারহাট্টা) আসনের নেত্রকোণা পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডে গণসংযোগ করেন জাতীয় নাগরিক পার্টি – NCP এর কেন্দ্রীয় নেতা ও এই আসনের মনোনয়ন প্রত্যাশী “ফাহিম রহমান খান পাঠান” ।
প্রচারণার সময় তিনি বিগত ২ যুগ ধরে অবহেলিত থাকা,রাজনৈতিক ব্যাক্তিবর্গ কথা দিয়ে কথা না রাখা এলাকার মানুষের অভিযোগ ও সমস্যা অসুবিধা শোনেন এবং সমাধান করার ও আশ্বাস দেন।
ফাহিম রহমান খান পাঠান এর সাথে কথা বললে তিনি বলেন আমি যতটুকু সম্ভব উন্নয়ন এর কাজে নিজেকে নিয়োজিত রেখেছি এবং ভবিষ্যতে আরো চেষ্টা করে যাবো উন্নয়নের কাজে নিজেকে নিয়োজিত রাখার,দল যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি ১৫৮ নেত্রকোনা ২(সদর-বারহাট্রা)আসনে নির্বাচন করবো এবং সকলের দোয়া, ভালোবাসা এবং সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে চাই।
Leave a Reply