স্টাফ রিপোর্টার:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ডিস্ট্রিক্টটি সেবার এক নতুন অধ্যায় শুরু করার অঙ্গীকার ব্যক্ত করে লিও ডিস্ট্রিক্ট ৩১৫ বি১-এর ৩০তম ইনস্টলেশন অনুষ্ঠানটি তরুণ নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হয়েছে।
তরুণদের নেতৃত্ব বিকাশ ও মানবতার সেবায় এগিয়ে নিতে ৭ই নভেম্বর আগারগাও লায়ন ভবনে লিও ডিস্ট্রিক্ট ৩১৫ বি১, বাংলাদেশ আয়োজিত হয় ৩০তম ইনস্টলেশন অনুষ্ঠান।
নতুন নেতৃত্ব পুরনো ঐতিহ্য ও অভিজ্ঞতার সাথে উদ্ভাবনী ধারণা এবং আধুনিক দৃষ্টিভঙ্গি যুক্ত করে ডিস্ট্রিক্টের কার্যক্রমকে আরও গতিশীল করার পরিকল্পনায় মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে শতাধিক লিও সদস্য নতুন বছরের দায়িত্বের শপথ নেন।
যার নেতৃত্বে তরুণরা সেবার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় ব্যক্ত করে নতুন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লিও অরিত্র রহমান।
অনুষ্ঠানে প্রশিক্ষণ, সংবর্ধনা, সাংস্কৃতিক পরিবেশনা ও সম্মাননা প্রদানের মাধ্যমে দিনটি পরিণত হয় তরুণদের এক উদ্দীপনাময় মিলনমেলায়। অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ড. এ কে এম সারোয়ার জাহান জামিল, ১ম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর ডা. খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহানসহ প্রায় দুই শতাধিক লায়ন ও লিও নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিতি এবং অনুপ্রেরণামূলক বক্তব্য নতুন প্রজন্মের লিওদের তাদের লক্ষ্য অর্জনে আরও উত্সাহিত করেছে। এই অনুষ্ঠানের মাধ্যমে লিও ডিস্ট্রিক্ট ৩১৫ বি১ প্রমাণ করেছে যে, তরুণরাই পারে সেবার মাধ্যমে সমাজের গতিপথ বদলে দিতে।
Leave a Reply