স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বাংলার জমিনে মহান মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক, ইমামুল আউলিয়া,গাউসুল আজম মাইজভান্ডারী হযরত শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ(কঃ)’র অন্যতম প্রধান খলিফা, মাইজভান্ডারী সাহিত্যের প্রথম রূপকার, গাউছে জামান, মুফতিয়ে আজম আল্লামা শাহসুফি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (কঃ)’র ৮১তম বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা ০৭ নভেম্বর শুক্রবার ফরহাদাবাদ দরবারে সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ মুহাম্মদ হোছাইন ফরহাদাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
একাডেমির সাধারণ সম্পাদক গোলামুর রহমান রাজুর সঞ্চালনায় উক্ত সভায় আসন্ন ওরশ শরীফের বিভিন্ন কর্মকান্ডের উপর দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন শাহজাদা সৈয়দ মঈন উদ্দিন ফরহাদাবাদী, শাহজাদা সৈয়দ জামাল উদ্দিন ফরহাদাবাদী, প্রভাষক মাএলানা শেখ আরিফুর রহমান, সাফায়াতুল ইসলাম সাবাল, নুরুল ইসলাম, হুমায়ুন কবির, মাস্টার সৈয়দ গোফরান উদ্দিন ফরহাদ। ওরশ পরিচালনা কমিটির নাম ঘোষণা করেন মোহাম্মদ আমিনউল্লাহ।
সমাপনী বক্তব্য প্রদান করেন ওরশ শরীফ পরিচালনা কমিটির আহ্বায়ক ও আল্লামা ফরহাদাবাদী একাডেমির সভাপতি শাহজাদা সৈয়দ নুরুল আলম ফরহাদাবাদী। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ সফিউল আনোয়ার, সৈয়দ নুরুন্নবী, শাহজাদা সৈয়দ সালাউদ্দিন মাহমুদ ফরহাদাবাদী, হাফেজ খালেদ হোসাইন মির্জাপুরী, সৈয়দ করিমুল আবেদিন, সৈয়দ আনিসুল হক, কাযী নজুমুদ্দিন মুহাম্মদ সামশুল হুদা, মাস্টার এনামুল হক মুহুরী, মিল্লাত হোসেন মুহুরী, মোহাম্মদ জসিমউদ্দিন জিকু, হাজী মুহাম্মদ হারুন, সৈয়দ জহুর, আনোয়ারুল আজিম মুহুরী, সৈয়দ মাহবুব আলী সাজু মেম্বার, আলাউদ্দিন, নাছির উদ্দিন মন্টু, সাহেদুল আবেদিন, মাস্টার নাহিম উদ্দিন রিকু, মো. নাজিম উদ্দিন, সৈয়দ আহমদ উল্লাহ ফারুক, করিম সওদাগর তৌহিদ ড্রাইভার, শাহদাত, সজীব মুহুরী, মো. আনোয়ারসহ সহযোগী সংগঠনের সকল সদস্য ও মুরিদান, আশেকান মুহিব্বানবৃন্দ।
সাহেবজাদা সৈয়দ সামিউল হক ফরহাদাবাদীর মিলাদ কিয়ামের পর দেশ জাতি ও সকলের কল্যাণে আখেরী মুনাজাত পরিচালনা করেন মাওলানা শেখ আরিফুর রহমান। সকলকে তবারুক খাওয়ানোর মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply