1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
চট্টগ্রাম প্রেসক্লাবে সুফিকবি শাহজাদা সৈয়দ মোহাম্মদ সিরাজুদ্দৌলার জীবন ও কর্ম গ্রন্থের মোড়ক উন্মোচন সম্পন্ন : আধ্যাত্মিকতা ও মানবপ্রেমের আলোকধারা ছড়িয়ে দিচ্ছেন আধুনিক যুগের সুফিকবি সিরাজুদ্দৌলা - Crime Report 24
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
মায়ের জন্য ব্যাকুলতা: এক অমলিন অনুভূতির প্রতিচ্ছবি নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি:কুড়িগ্রামে রিজভী রিয়াজুল হক সাগর, রংপুর। কুড়িগ্রামে শীতের তীব্রতায় বিপাকে খেটে খাওয়া মানুষ পাঁচবিবিতে ফ্রি মেডিকেল ক্যাম্প গাজীপুর ১ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক মেয়র মজিবুর রহমান পথসভা দিয়ে আনুষ্ঠানিকতা শুরু উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ United Nations ব্রিফিং সেশনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন আমতলীতে লাইসেন্স না থাকায় ইট ভাটার জরিমান আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৫ ফুলছড়ি উপজেলা মৎস্যজীবী দলের পরিচিতি সভা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ উখিয়া উপজেলা কমিটি ঘোষণা

চট্টগ্রাম প্রেসক্লাবে সুফিকবি শাহজাদা সৈয়দ মোহাম্মদ সিরাজুদ্দৌলার জীবন ও কর্ম গ্রন্থের মোড়ক উন্মোচন সম্পন্ন : আধ্যাত্মিকতা ও মানবপ্রেমের আলোকধারা ছড়িয়ে দিচ্ছেন আধুনিক যুগের সুফিকবি সিরাজুদ্দৌলা

  • প্রকাশকাল: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বাংলার আধ্যাত্মিক ও সাহিত্য অঙ্গনে এক অনন্য সংযোজন হিসেবে চট্টগ্রাম প্রেসক্লাবের এস. রহমান হলে আজ শনিবার বিকেলে অনুষ্ঠিত হলো “সুফিকবি শাহজাদা সৈয়দ মোহাম্মদ সিরাজুদ্দৌলা : জীবন ও কর্ম” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। গ্রন্থটি রচনা ও সম্পাদনা করেছেন ইতিহাসবেত্তা সোহেল মো. ফখরুদ-দীন এবং ইতিহাসবিশারদ আজিজুল হক।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক, দার্শনিক, আশেকে রাসুল (সা:) ও অলিকুল সম্রাট হযরত খাজা গরীবে নেওয়াজ (রহ:) দরবার শরীফ, আজমীর-এর সম্মানিত পীর আলহাজ্ব আল্লামা সৈয়দ বশির উদ্দিন চিশতি (মুজিআ)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্রন্থ প্রকাশনা পরিষদের সহ-সভাপতি জিয়াউদ্দিন খালেদ চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেছেন এডভোকেট এস এম ইমরান রাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রাক্তন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা লেখক ফজল আহমদ, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন অতিরিক্ত পরিচালক আলহাজ্ব একরাম হোসেন, দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক ও সাংবাদিক জাহিদুল করিম কচি, অপর্ণাচরণ বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যভাষা ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব ও লেখক মোহাম্মদ কামাল উদ্দিন, শিক্ষাবিদ ও সাংবাদিক মাওলানা জহুরুল আনোয়ার, আন্তর্জাতিক আলোকচিত্রী শোয়েব ফারুকী, আজসুবাপের মহাসচিব কাজী গোলাপ রহমান, বাংলাদেশ পুলিশের (অব:) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ফরিদ, বিশিষ্ট সংগঠক মোহাম্মদ জিয়াউল হক খোন্দকার, উন্নয়ন সংগঠক নোমান উল্লাহ বাহার, সাংবাদিক আবছার মাহফুজ, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের উপদেষ্টা সভাপতি লায়ন দুলাল কান্তি বড়ুয়া, চট্টগ্রাম বন্দরের প্রাক্তন ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ মুবিনুল হক, রাজনীতিবিদ আলহাজ্ব রাশেদুল ইসলাম তালুকদার, বিশিষ্ট ব্যাংকার এস. এম. আবদুল্লা আল কাইয়ুম, ব্যবসায়ী এস. এম. আবদুল্লাহ আল মামুন, সৈয়দা জোবাইদুন নাহার, মানবাধিকার সংগঠক মীর বরকত হোসেন, কবি আসিফ ইকবাল, শিল্পী হানিফুল ইসলাম চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক সজল দাশ, শিক্ষাবিদ কবি কুতুবউদ্দিন বখতিয়ার, জুঁইফুল প্রধান জিএম মামুনুর রশিদ, কবি নুরুল হুদা চৌধুরী, সাংবাদিক সোহেল তাজ, বীর মুক্তিযোদ্ধা কবি শুক্কুর চৌধুরী, পীরে তরিকত মাওলানা নিজামুদ্দিন আশরাফী, সাংবাদিক এইচ. এম. সোহেল, আবদুল হামিদ, লেখক হানিফ মান্নান, শিক্ষাবিদ বেলিনা নাজনীন, ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানির প্রাক্তন ডিএমডি শাহসুফি ফরিদ উদ্দিন মাসুদ, আবদুল বাতেন, এবং মোহাম্মদ মুদ্দাসসির হাসান প্রমুখ।

বক্তারা বলেন, সুফিকবি শাহজাদা সৈয়দ মোহাম্মদ সিরাজুদ্দৌলা আধুনিক যুগের এক বিশুদ্ধ আত্মা, যিনি আল্লামা রুমি ও হযরত খাজা গরীবে নেওয়াজ (রহঃ)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে আধ্যাত্মিকতা, সাহিত্য ও মানবপ্রেমের বার্তা দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছেন। তাঁর কবিতা, প্রবন্ধ ও বক্তৃতায় যেমন সুফি দর্শনের গভীরতা রয়েছে, তেমনি সমাজসংস্কার ও নৈতিক পুনর্জাগরণের দিশাও পাওয়া যায়।

তাঁরা আরও বলেন, “সুফিকবি শাহজাদা সৈয়দ মোহাম্মদ সিরাজুদ্দৌলা : জীবন ও কর্ম” গ্রন্থটি বাংলাদেশের সুফি সাহিত্য, গবেষণা ও মানবতাবাদী চিন্তাধারার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। নতুন প্রজন্মকে আধ্যাত্মিক চেতনা, মানবতা ও সত্যনিষ্ঠ জীবনের পথে অনুপ্রাণিত করতে এই গ্রন্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তারা ইতিহাসবেত্তা সোহেল মো. ফখরুদ-দীন ও ইতিহাসবিশারদ আজিজুল হকের এই উদ্যোগকে বাংলা সাহিত্যে সুফিবাদের গবেষণাধারাকে সমৃদ্ধ করার প্রয়াস হিসেবে আখ্যায়িত করেন।

পরিশেষে সুফিকবি শাহজাদা সৈয়দ মোহাম্মদ সিরাজুদ্দৌলা ও তাঁর আধ্যাত্মিক সাধনার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ