পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ৯ নভেম্বর/২৫
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-০১ আসন থেকে ধানের শীষের মনোনয়ন বঞ্চিত জয়পুরহাট জেলা বিএনপি নেতা ও পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডলের নেতৃত্বে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে পাঁচবিবি পাঁচমাথা মোড়ের সমাবেশের আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে শোভাযাত্রা সহকারে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তিনি। সমাবেশ থেকে এসময় তিনি বিএনপির কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্য বলেন, বিএনপি করার অপরাধে আমি আমার মা-বাবার জানাযায় পর্যন্ত অংশগ্রহণ করতে পারিনি। আ’লীগ সরকারের দেওয়া দীর্ঘ ১৭’বছর মিথ্যা মামলায় বহুবার কারাবরণ করেছি এবং হুলিয়া মাথায় নিয়ে ফেরারী জীবন কাটিয়েছি। এসময় তিনি কেন্দ্রীয় বিএনপির এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার উদ্দেশে বিগত আওয়ামী সরকার দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত নেতা আব্দুল গফুর মন্ডল বলেন, আর কত পরীক্ষা দিলে ধানের শীষের মনোনয়ন পাওয়া যাবে। আমাকে মেরে ফেলার জন্য জেলখানা থেকে গুম করা হয়েছিল আল্লাহর রহমতে বেঁচে গেছি। তারপরও নেতাকর্মীদের সংগঠিত করেছি। বিপদে আপদে থেকেও দলের দুঃসময়ে কাজ করেছি।
জয়পুরহাট জেলা, পাঁচবিবি উপজেলা ও পৌর বিএনপি সহ সহযোগী সংগঠনের আয়োজনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আওলাই ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল, আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নওশাদ আলী মন্ডল, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক হামিদুর রহমান, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু, সাবেক সাংগাঠনিক সম্পাদক আইনুল ইসলাম, ধরঞ্জী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ, সহ সভাপতি আবু নছর চৌধুরী ফরহাদ, বাগজানা ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি বাবুল হোসেন মহুরী, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক এসএম মাসুম, কুসুম্বা ইউনিয়ন বিএনপি নেতা মোঃ শামীম হোসেন, যুবদল নেতা আলাম হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক দ মোরছালিন, ছাত্রদল নেতা মোঃ নুরুউল্লাহ ও মহিপুর কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোস্তাকিম হোসেন সহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা
Leave a Reply