1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রংপুরে বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট্রের অনুদানের চেক বিতরণ - Crime Report 24
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন গোবিন্দগঞ্জে প্রতারক চক্রের এক নারীকে আটক করেছে পুলিশ রংপুরে বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট্রের অনুদানের চেক বিতরণ জয়পুরহাট-১ আসনে ধানের শীষের মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে পানছড়িতে বিএনপি ও যুবদলের লিফলেট বিতরণ ও সাংগঠনিক সভা পাঁচবিবিতে টি-20 চ্যাম্পিয়ন ট্রফির উদ্বোধন ত্রিশালে নামাজের জন্য উন্মুক্ত করা হলো দৃষ্টিনন্দন মডেল মসজিদ ময়মনসিংহ র‍্যাব ১৪ কর্তৃক পলাতক আসামি গ্রেপ্তার ০১ পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৩১ দফার লিফলেট বিতরণের মাধ্যমে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত প্রয়াতা পুষ্প রাণী বড়ুয়ার বাৎসরিক ক্রিয়া ও প্রয়াত জ্ঞাতিগনের পুণ্যস্মৃতি স্মরণে পারলৌকিক নির্বাণ শান্তি কামনায় অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠিত

রংপুরে বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট্রের অনুদানের চেক বিতরণ

  • প্রকাশকাল: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

রিয়াজুল হক সাগর, রংপুর।

রংপুর জেলার ১৯ জন সাংবাদিকের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট্রের অনুদানের চেক বিতরণ
শনিবার ( ৮ নভেম্বর) রংপুর টাউন হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের২০২৫-২০২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ উপলক্ষে সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয় এবং প্রস্তাবিত সংশোধনীসহ গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন’ শীর্ষক মতবিনিময় ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে ও বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্টের যৌথ উদ্যোগে বেলা ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই সমাবেশে তিনশতাধিক গণমাধ্যম কর্মী অংশ নেন। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে ও আরপিইউজে সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের উপ-পরিচালক (অর্থ ও প্রশাসন) এ বি এম রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ,আরপিইউজে সভাপতি সালেকুজ্জান সালেক।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদল, রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের প্রতিদিনের সম্পাদক মাহবুব রহমান হাবু, সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরী, আরপিইউজে সিনিয়র সহ-সভাপতি চঞ্চল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, কার্যনির্বাহী সদস্য ও সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক হুমায়ুন কবির মানিক,

সাংগঠনিক সম্পাদক ও সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব বাদশাহ ওসমানী, কোষাধ্যক্ষ ও যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম রিপন, এনটিভির সিনিয়র রিপোটার একেএম ময়নুল হক, রংপুর রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন, নীলফামারী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক শেখ রিপন ইসলাম, গাইবান্ধা সাংবাদিক ইউনিয়নের সদস্র ময়নুল ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জহির রায়হান, ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুক, অবজারভার প্রতিনিধি লাবনী ইয়াসমিন লুনি, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের প্রধান সমন্বয়ক এসএম জাকির হোসাইন, জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় সাধারণ সম্পাদক তারেক বাপ্পী, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশেন সদস্য সচিব ফেরদৌস জয়, আরপিইউজে দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল, মাহিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাবলু নাগ, সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদুমী, মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল, কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, বদরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আলতাফ হোসেন দুলাল, তারাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খবির উদ্দিন প্রামাণিক, বদরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি লুৎফর লোহানী শ্যামল, পীরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য আবদুল হাকিম ডালিম, প্রেসক্লাব পীরগাছার যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শহিদুল ইসলাম, পীরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, গঙ্গাচড়া প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য আব্দুল বারি স্বপন, গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি হাসান আব্দুল মোলেক, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হাসান শেখ তনা প্রমুখ।

আবদুল্লাহ বলেন, আমরা যদি দলবাজি পরিত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখি। লেজুড়বৃত্তি থেকে বেরিয়ে আসি। দলের লেজুড়বৃত্তি থেকে বেরিয়ে আসি। দলীয় লেজুড়বৃত্তি থেকে বেরিয়ে আসতে পারলেই সাংবাদিকদের ভাগ্যের পরিবর্তন অবশ্যম্ভাবী।

আব্দুলাহ বলেন, ‘ একজন সাংবাদিক হিসেবে আমার ঋণ আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে। আজ আমি এই বক্তব্য দিতে পারতাম না যদি তিনি ক্ষমতার পাদদেশে এসে মিডিয়াকে উম্মুক্ত করে না দিতেন। কারণ বাকশাল কায়েম করে তখন চারটি পত্রিকা ছিল। সেই অবস্থা থেকে তিনি উম্মুক্ত করে না দিলে আমি সাংবাদিব হতে পারতাম না। তার প্রতি সেই শ্রদ্ধা আমার আছে। তার আদর্শের প্রতি আমার সম্মান আছে। কিন্ত একজন সাংবাদিক হিসেবে আমাদের হতে হবে নির্মোহ। আমি এখনও সরকারি চাকরিতে থেকেও যে কলাম লিখছি। সেখানেও আমি সঠিকটা লেখার চেস্চা করছি। এতটুকু সৎ সাহস থাকতে হবে।

আব্দুল্লাহ বলেন, ‘ যখন বিএনপি ক্ষমতায় ছিল। ১০ বছর। তখন আমি প্রধানমন্ত্রী বিটে কাজ করেছি বেগম খালেদা জিয়ার সাথে। কিন্তু কখনও সেখানে কোন তদবির বাজি করি নাই। নির্মোহ সাংবাদিকতা করতে হবে। দলবাজির বাইরে থেকে। তা না হলে আমাদের সমস্যার সমাধান হবে না। ‘

আবদুল্লাহ বলেন, ‘ আপনার আদর্শ থাকবে। বিশ্বাস থাকবে। জামায়াতের আদর্শের সাথে আপনার মিল থাকতে পারে। বিএনপির আদর্শের সাথে আপনার মিল থাকতে পারে। অন্য যে কোন দলের আদর্শের সাথে আপনার মিল থাকতে পারে। অবশ্যই একজন মানুষ হিসেবে যেকোন আদর্শ আপনি লালন করতে পারেন। কোন দলের প্রতি আপনার দুর্বলতা থাকা স্বাভাবিক। কিন্তু পেশার ক্ষেত্রে সেটার প্রভাব পড়তে পারে না।’

আবদুল্লাহ বলেন, ‘ অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ার জাহিদ, তিনি একটি দলের প্রধান ছিলেন। কিন্তু যখন তিনি পেশায় আসতেন। তখন তার কোন দল ছিল। না। তার আচরনেও কোন দলবাজি ছিল না। নির্মল সেন, তিনিও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন, অবিভক্ত বিএফইউজের সভাপতি ছিলেন। তিনি কখনও সাংবাদিকতায় দলবাজি করেন নাই। তার রাজনীতি বাইরে ছিল, প্রেসক্লাবে ছিল না। এবিএম মুসা আওয়ামীলীগ থেকে এমপি হয়েছিলেন। কিন্তু সাংবাদিকদের অধিকার নিয়ে যখন কথা বলতেন। সেখানে কোন দলবাজি করেন নি। চোখে চোখ রেখে কথা বলেছেন সব ফোরামে। এধরণের উদাহরণ দেয়া যাবে অ।নেক। মোস্তফা কামাল হায়দার। এখনও রাজনীতে করেন। তারা আমাদের দেখিয়ে গেছেন দল এবং সাংবাদিকতাকে কিভাবে আলাদা করা যায়। আমরা আজকে সব একাকার করে ফেলেছি। যেকারণে আমাদের আজকে এই দুর্ভোগ।

আবদুল্লাহ বলেন, সেখান থেকে, দলীয়য় দাসত্ব থেকে বেরিয়ে, নিজের দলের নিজের আদর্শের অনুসারি সরকার থাকলেও চোখে চোখ রেখে অধিকারের প্রশ্নে কথা বলার সৎ সাহস থাকতে হবে। তাহলে যত সমস্যা আজ উত্থাপন হেয়ছে। সব সমস্যার সমাধান হবে।

আবদুল্লাহ আরও বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের গণমাধ্যম সংস্কার কমিশন অধ্যাদেশ-২০২৫ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের খসড়ায় আবারও নেয়া হয়েছে। এছাড়াও সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশ শেকে যেগুলো বাদ দেয়া হয়েছিল তার অনেক আবারও সংযোজন করা হয়েছে। এসময় তফসিল ঘোষণার আগেই গণ মাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের বিষয়ে সাংবাদিকের দারি সাথেও একাত্মতা ঘোষণা করেন তিনি ।

আবদুল্লাহ বলেন, আগামী কয়েকদিনের ধ্যেই প্রবীন সাংবাদিকদের অনুদানের বিষয়টি স্পস্ট হবে। বিজ্ঞপ্তি দেয়া হরে সাংবাদিকদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির।

সমাবেশে অন্যান্য বক্তারা তফসিল ঘোষণার আগেই গণ মাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানান।

শেষে রংপুর জেলার ১৯ জন সাংবাদিকের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট্রের অনুদানের চেক বিতরণ করেন তিনি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ