1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
অনাকাঙ্ক্ষিত মানববন্ধনের বিপরীতে বেইস ক্ষুদ্রঋণ কর্মসূচী ভাতগাঁও শাখার পক্ষে সংবাদ সম্মেলন। - Crime Report 24
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
লাইট হাউজের উদ্যোগে কুড়িগ্রামে রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইট এর ভুমিকা নিয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত পাঁচবিবির মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি’র কর্মী সমাবেশ পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে মাসিক মিটিং অনুষ্ঠিত চট্টগ্রাম রিজিয়নের সীমান্তে বিজিবির সফল অভিযান: ১৯ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ অনাকাঙ্ক্ষিত মানববন্ধনের বিপরীতে বেইস ক্ষুদ্রঋণ কর্মসূচী ভাতগাঁও শাখার পক্ষে সংবাদ সম্মেলন। আমতলীর ইউএনওর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানবন্ধন ও সমাবেশ খাগড়াছড়িতে গণধর্ষণ: আরও একজন আটক, অভিযান অব্যাহত পঞ্চগড়ের আটোয়ারীতে কাজির পরিবার কল্যাণ সমবায় সমিতির শুভ উদ্বোধন অনুষ্ঠিত চট্টগ্রামে বিএনপি-জামায়াতের হামলায় ছাত্রলীগ কর্মী নিহত : অভিযোগের তীর ‘জুতা চোর’ লিটন ইতিহাস গড়ার পথে সামিউন আরাফাত: সীতাকুণ্ডে কমিউনিটি প্যারামেডিক হিসেবে দায়িত্ব গ্রহণ

অনাকাঙ্ক্ষিত মানববন্ধনের বিপরীতে বেইস ক্ষুদ্রঋণ কর্মসূচী ভাতগাঁও শাখার পক্ষে সংবাদ সম্মেলন।

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি.
২৩ অক্টোবর বৃস্পতিবার বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ প্রেসক্লাব হল রুমে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সাংবাদিক সম্মেলনে এলাকার সুনামধন্য এনজিও বেইস মিতালী ভাদগাঁও শাখার ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক জানান, গত ১২/১০/২০২৫ ইং তারিখে বেইস ক্ষুদ্রঋণ কর্মসূচী ভাতগাঁও শাখার কতিপয় ঋনী সদস্য ও কিছু সংখ্যক এলাকাবাসী কর্তৃক মানববন্ধন করা হয়েছ, সেই প্রসঙ্গে সংস্থার স্পষ্ট বক্তব্য।

সাংবাদিকদের সকলকে এই সংবাদ সম্মেলনে স্বাগত জানিয়ে সকলের সদয় অবগতির জন্য জানানো হয়, বাংলাদেশ এসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশন (বেইস) একটি বেসরকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান (এনজিও)।

১৯৭৭ সালে কতিপয় বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি দ্বারা এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়।

বেইস একটি জাতীয় পর্যায়ের বে-সরকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর, এনজিও বিষয়ক ব্যুরো, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক নিবন্ধিত।

বেইস প্রতিষ্ঠার শুরু থেকে পরীক্ষামূলকভাবে সার্বজনীন প্রাথমিক শিক্ষা, গণ শিক্ষা, মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রী উপবৃত্তি ও কারিগরী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচী সুনামের সাথে বাস্তবায়ন করে আসছে।

অত্র সংস্থা দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় ১৯৯০ সাল হতে ০৬ (ছয়) বছর মেয়াদী (জানুয়ারী ১৯৯০ হতে ডিসেম্বর ১৯৯৫) মাধ্যমিক বিদ্যালয় ছাত্রী উপবৃত্তি প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করে- যা সারা দেশব্যাপী জাতীয় কর্মসূচী হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বাস্তবায়িত হয়ে আসছে।

উপবৃত্তি প্রকল্প সফলভাবে বাস্তবায়নের পরে ১৯৯৪ সাল হতে বেইস দিনাজপুর জেলার বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় ধারাবাহিকভাবে নিম্নবর্নিত কর্মসূচীসমূহ বাস্তবায়ন করে আসছে।

উল্লেখ যে, অত্র সংস্থা (বেইস) দিনাজপুর জেলা ছাড়াও ৬টি জেলায় স্বাস্থ্য সেবাসহ অন্যান্য উন্নয়ন মূলক কর্মসূচী বাস্তবায়ন করছে।

ক) প্রাক-প্রাথমিক শিক্ষা কর্মসূচীঃ বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় ১০০টি (বর্তমানে চালু ৭৫টি) প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে এ পর্যন্ত সর্বমোট ৫৬,৩৭৮ জন শিশুকে এক বৎসরে প্রথম শ্রেনীতে ভর্তির জন্য উপযুক্ত করে গড়ে তুলে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।

খ) কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচীঃ বেইস মিতালী প্রশিক্ষণ কেন্দ্র কারিগরি দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে অত্র এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বীরগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত বেইস মিতালী প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে এ পর্যন্ত সর্বমোট ৯,১৪২ জন বেকার, অর্ধ-শিক্ষিত জনগোষ্ঠীকে সেলাই, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল এবং কম্পিউটার ও আইটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই দেশে ও বিদেশে কর্মে নিয়োজিত রয়েছে।

গ) ক্ষুদ্রঋণ কর্মসূচীঃ বেইস ১৯৯৫ সাল হতে বীরগঞ্জ ও কাহারোল কর্ম এলাকায় হত দরিদ্রদের মাঝে ঋণ কার্যক্রম চালু করে। পরবর্তীতে এলাকার চাহিদার প্রেক্ষিতে ও মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে ঋণ কর্মসূচীকে আরো সু-শৃংঙ্খলভাবে পরিচালনার জন্য বীরগঞ্জ ও কাহারোল এলাকায় ০৫টি স্বতন্ত্র ব্রাঞ্চ স্থাপন করা হয়। ঋণ কার্যক্রম ২০১৫ সাল হতে শাখাওয়ারী চালু রয়েছে। শাখাসমূহ যথাক্রমে (১) বীরগঞ্জ শাখা (২) কবিরাজহাট শাখা, (৩) ভবানীপুর ডাঙ্গারহাট শাখা, (৪) ভাতগাঁও শাখা এবং (৫) কাহারোল শাখা।

উক্ত ঋণ কার্যক্রমে বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় সর্বমোট ৭,৪৪৪ জন ঋণী বা সুবিধাভোগী সদস্য রয়েছে। উল্লেখিত কর্মসূচীগুলি দাতা সংস্থার অনুদান ও বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়/বিভাগ/অধিদপ্তর/ব্যুরো কর্তৃক অনুমোদিত হয়ে বাস্তবায়ন করা হচ্ছে, এবং সেই ধারাবাহিকতায় বীরগঞ্জ ও কাহারোল এলাকায় বেইসের সকল কার্যক্রম অত্যন্ত সফলতার সঙ্গে পরিচালিত হয়ে আসছে।

ক্ষুদ্রঋণ কর্মসূচীর আওতায় একজন ঋণ সুপারভাইজার জনাব জান্নাতুল ফেরদৌস গত ২৬/১২/২০১৯ ইং তারিখে ভাতগাঁও যোগদান করেন। পরবর্তীতে ঋণ কর্মসূচীর নিয়ম অনুয়ায়ী গত ০৩/০৮/২০২৫ইং তারিখে জান্নাতুল ফেরদৌসকে কাহারোল বদলী করা হয়। কিন্তু ০৪/০৮/২০২৫ তারিখে তিনি কর্মস্থল কাহারোল শাখায় অনুপস্থিত থাকলে মোবাইল ফোনে এবং শ্রীতে জান্নাতুল ফেরদৌসের সাথে তাঁর বাড়ীতে গিয়ে যোগাযোগ করে সংস্থার নিকট হিসাবপত্র বুঝিয়ে দেয়ার জন্য বলা হয়। কিন্তু জান্নাতুল ফেরদৌস কোন রকম যোগাযোগ করেন নাই।

অপরদিকে তার বিরুদ্ধে দলের সদস্যবৃন্দ তাদের নিকট হতে টাকা গ্রহনের টি অবহিত করেন। অভিযোগের ভিত্তিতে কেন্দ্রসমূহ যাচাই করলে প্রাথমিক তদন্তে যা লক্ষ্য করা যায় তা নিম্নরূপ-

১১. সদস্যদের নিকট হতে সঞ্চয় ও কিস্তির টাকা আদায় করে পাশ বইতে লিখিতভাবে উল্লেখ করা হয়েছে, কিন্তু আদায়কৃত সমপরিমান অর্থ সংস্থার হিসাব শাখায় জমা করেন নাই। যার সদস্য সংখ্যা ১৭ (সতেরো) জন এবং টাকার পরিমান ২,০২,৮৫৯/-(দুই লক্ষ দুই হাজার আটশত ঊনষাট) টাকা।

২. এছাড়াও কিছু সদস্যের অভিযোগ অনুয়ায়ী ঋণ সুপারভাইজার জনাব জান্নাতুল ফেরদৌস তাদের নিকট হতে টাকা গ্রহণ করেছেন কিন্তু পাশ বইয়ে উল্লেখ করেন নাই এবং অফিসের হিসাব শাখায় জমা করেন নাই।

এখানে উল্লেখ যে, কোন কর্মী সমিতিতে সঞ্চয় ও ঋণের কিন্তুি বাবদ গ্রহণকৃত অর্থ পাশ বইয়ে এন্ট্রি হলো কিনা তা পাশ বইয়ের নিয়ম অনুযায়ী উক্ত সদস্য দেখে নিশ্চিত করবেন। কিন্তু সদস্যগণ পাশ বইয়ে এন্ট্রি হলো কিনা তা দেখেন নাই। যার সদস্য সদস্যা সংখ্যা ১২ (বারো) জন এবং টাকার পরিমান ৫,১৮,৬৮০/- (পাঁচলক্ষ আঠারো হাজার ছয়শত আশি) টাকা।

৩. সুরক্ষা সঞ্চয় স্কীম (এসএসএমস) নামে একটি স্কিম চালু ছিল যা পরবর্তীতে এমআরএ এর সরকারী নির্দেশনা মোতাবেক বন্ধ করা হয় এবং সদস্যদের অর্থ ফেরত দেয়া হয়।

ভবিষ্যতে এই ধরনের খাতে টাকা জমা না নেয়া এবং দেয়ার নির্দেশ প্রদান করা হয়।

সে মোতাবেক সকল সদস্যদের অবহিত করা হয়েছে। তারপরেও অফিসে উপস্থিত না হয়ে, কোন প্রমান ছাড়াই সুপারভাইজার জান্নাতুল ফেরদৌস এর হাতে বিশাল পরিমাণ নগদ টাকা জমা দিয়েছেন মর্মে অভিযোগ করেন।

এর মধ্যে ০৩ জন বাহিরের ব্যক্তি ও ০১ জন সমিতির সদস্য। এখানে উল্লেখ যে, বেইস সমিতির অর্ন্তভূক্ত সদস্যগণকে এসএসএস সঞ্চয় জমা করার অনুমোদন দেয়া হয়।

তবে বাহিরের কোন ব্যক্তি বা সমিতির সদস্য না হয়ে এসএসএসএর আওতায় অর্ন্তভুক্ত করা হয় না।

৩নং ক্রমিকে বর্ণিত সদস্য জয়ন্তী ইতিপূর্বে অফিসে উপস্থিত হয়ে এসএসএস জমা রাখার অফিস নিয়ম অনুসারে এসএসএস এর ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা জমা রাখেন। কিন্তু পরবর্তীতে এমআরএ এর নির্দেশনা অনুযায়ী উক্ত ৬,০০,০০০/-(ছয় লক্ষ) টাকা লভ্যাংশসহ তাকে ফেরত দেয়া হয় এবং এখন এসএসএস রাখা হয় না বলে উক্ত সদস্য জয়ন্তীকে অবগত করানো হয়।

কিন্তু এরপরেও উক্ত সদস্য জয়ন্তী অফিসের সাথে যোগাযোগ না করে কর্মী জান্নাতুল ফেরদৌস এর নিকট ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা জমা দেন মর্মে মৌখিকভাবে অভিযোগ করেন।

৪নং ক্রমিকে বর্ণিত সদস্য সনেকা ইতিপূর্বে অফিসে উপস্থিত হয়ে এসএসএস জমা রাখার অফিস নিয়ম অনুসারে এসএসএস এর ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা জমা রাখেন।

কিন্তু পরবর্তীতে এমআরএ এর নির্দেশনা অনুযায়ী উক্ত ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা লভ্যাংশসহ ফেরত নিতে বলা হলে উক্ত সদস্য সনেকা তা ফেরত নেন নাই।

অফিস হতে বলা হয় এখন এসএসএস রাখা হয় না বলে উক্ত সদস্য সনেকাকে অবগত করানো হয়। কিন্তু এরপরেও উক্ত সদস্য সনেকা অফিসের সাথে যোগাযোগ না করে কর্মী জান্মতুল ফেরদৌস এর নিকট ২,৫০,০০০/-(দুই লক্ষ পঞ্চাশ) টাকা জমা দেন মর্মে মৌখিকভাবে অভিযোগ করেন। যা নিয়ম বহির্ভূত।

উল্লিখিত অভিযোগ মোতাবেক টাকার বিবরণ নিম্নরূপ।

০১. রমেন, গ্রাম-কুসুমতৈ ডাক-সনকা, বীরগঞ্জ= ১,০০,০০০/- টাকা। (সমিতির সদস্য নয়)
০২. সুসেন রায়=২,০০,০০০/-
৩. জয়ন্তী = ৩,০০,০০০/-
৪. সনেকা = ২৫০০০০ সর্বমোট=৮,৫০,০০০/- (সমিতির সদস্য)

উল্লেখিত বিবরণ মোতাবেক ঋণ সুপারভাইজার জান্নাতুল ফেরদৌসের প্রমান সহ মোট ২,০২,৮৫৯/- টাকা এবং প্রমান ছাড়া মোট ১৩,৬৮,৬৮০/- টাকা সহ সর্বমোট ১৫,৭১,৫৩৯/- টাকার আর্থিক অনিয়ম করেছেন মর্মে সন্দেহ করা যায়।

উক্ত ঘটনা সমূহের প্রেক্ষিতে বেইসের সদস্যবৃন্দ ও সুরক্ষা স্কীমের সঞ্চয়ীগণ ও কিছু সংখ্যক সম্মানিত এলাকাবাসীসহ বেইসের নিকট হতে টাকা আদায়ের লক্ষ্যে গত ১২/১০/২০২৫ তারিখে এক মানববন্ধন তৈরী করে সোশাল মিডিয়ায় প্রচার করেছেন।

উল্লেখিত সময়ে সম্মানিত কয়েকজন সাংবাদিকও উপস্থিত ছিলেন। ঐ সময়ে সাংবাদিকবৃন্দ ভাতগাঁও শাখার দায়িত্ব প্রাপ্ত শাখা ব্যবস্থাপক জনাব আব্দুর রাজ্জাক এর মতামত জানতে চাইলে জনাব আব্দুর রাজ্জাক প্রমানের ভিত্তিতে অর্থ ফেরতের আশ্বাস দেন।

এলাকাবাসীসহ সকলেই জানে বেইস একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। ঋণ সুপারভাইজার জান্নাতুল ফেরদৌস কর্তৃক সৃষ্ট এসব ঘটনায় বেইস কর্তৃপক্ষ চরমভাবে বিব্রত যা আমাদের সুনামকে ধুলিস্যাত করেছে।

তাই এই ঘটনার প্রেক্ষিতে, ইতিমধ্যে বেইস কর্তৃক ০৪ (চার) সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে আগামী ৩০/১০/২০২৫ ইং তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন বেইস প্রধান কার্যালয়ে জমা দানের জন্য নির্দেশ দেয়া হয়েছে। উক্ত তদন্ত কমিটির সামনে অভিযুক্ত ঋণ সুপারভঅইজার জনাব জান্নাতুল ফেরদৌসকে উপস্থিত হয়ে তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ খন্ডানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সংস্থা প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

সাংবাদিকদের আরও বলেন, আপনাদের মাধ্যমে এই বার্তাটি সমাজের সর্বস্তরে পৌছে যাবে বলে আমরা বিশ্বাস করি। একটি মানবিক সমাজ গঠনে আমাদের এই প্রচেষ্টায় আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের বস্তুনিষ্ঠ প্রতিবেদন আমাদের কাজে আরও গতি আনবে, এলাকার গরীব, মেধাবী, বেকার, এতিম, এবং বিধবাদের কল্যানে সকল কার্যক্রমে গতিশীলতা আসবে এবং আমাদের লক্ষ্য পূরণে সহায়ক হবে। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে পুনরায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

লিখিত বক্তব্য পাঠ করেন ভাতগাঁও শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুর রাজ্জাকের পক্ষে ওমর ফারুক সঙ্গে ছিলেন, বীরগঞ্জের শাখা ব্যবস্থাপক মোঃ ওমর ফারুক, অধ্যক্ষ মোঃ জুলফিকার আলী ভুট্টু, প্রকল্প ব্যবস্থাপক শিক্ষা বাবু গৌরাঙ্গ চক্রবর্তী, কামরুল ইসলাম আইটি প্রশিক্ষক, সিরাজুল ইসলাম হিসাব রক্ষক শিক্ষা, মোছাঃ তাজমিরা বেগম হিসাব রক্ষক, রবিউল আলম ও মাঠকর্মী আল আমিনসহ অন্যান্য স্টাফগন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ