স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মধ্যে সলিমপুর এলাকার তরুণ সামিউন আরাফাত কমিউনিটি প্যারামেডিক হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন। মানবতার সেবায় তাঁর এই অঙ্গীকারকে সংশ্লিষ্ট মহল বাংলাদেশের কমিউনিটি প্যারামেডিক অঙ্গনে একটি “ইতিহাস হয়ে থাকার মতো পদক্ষেপ” হিসেবে দেখছে। দায়িত্ব গ্রহণ উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
সামিউন আরাফাতের পিতা মরহুম বাহাদুর শাহ এবং মাতা হালিমা বেগম। তিনি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার মধ্যে সলিমপুর, ডাকঘর জাফরাবাদ এলাকার স্থায়ী বাসিন্দা। সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও প্রাথমিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তিনি এ পেশাকে বেছে নেন।
আহবায়কের বক্তব্য
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক জনাব আবু হানিফ বলেন—
“মানবতার সেবায় নিষ্ঠাবান তরুণদের কারণেই বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবায় নতুন সোনালি অধ্যায় রচিত হচ্ছে। সামিউন আরাফাত তাদেরই একজন। তাঁর সততা, দায়িত্ববোধ এবং মানবিকতা ভবিষ্যতে সমাজে নতুন মানদণ্ড স্থাপন করবে।”
চেম্বার কার্যক্রম
স্থানীয় জনগণের চিকিৎসা সেবাকে আরও সহজ, সাশ্রয়ী ও দ্রুত করার লক্ষ্যে তিনি চেম্বার পরিচালনা করবেন—
এন আই বি এস মেডিকেল সেন্টার, মরহুম ডাঃ বাহাদুর শাহ,র ফার্মেসি
ফোজদারহাট বাজার, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
সংগঠনের মতামত
এসময় এসোসিয়েশনের পক্ষ থেকে আরও জানানো হয়—
“মানবতার সেবাই প্যারামেডিকদের অঙ্গীকার।”
তরুণ প্যারামেডিকদের এমন অগ্রযাত্রা বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করবে — এমন আশাবাদও ব্যক্ত করা হয়।
Leave a Reply