স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রামস্থ ফেনী জেলা আইনজীবী কল্যাণ পরিষদের কার্যকরী পরিষদের প্রথম মিটিং আয়োজনের লক্ষ্যে আজ ১৬ অক্টোবর বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে এক প্রাক প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয়।
উক্ত মিটিংএ উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট জাহিদুল করিম, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জাফর হায়দার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফখরুল ইসলাম আলমগীর, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিন আহমেদ লিটন, অর্থ সম্পাদক অ্যাডভোকেট আরেফিন শাহিন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট নিলুফার জাহান ও সদস্য অ্যাডভোকেট নিশাত চৌধুরী। মিটিংয়ে বিশদ আলোচনা শেষে আগামী পহেলা নভেম্বর শনিবার চট্টগ্রামের অভিজাত রেস্টুরেন্ট উইন্ড অব চেইঞ্জ এ মিটিং আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং উক্ত মিটিংএ সংগঠনকে গতিশীল করার জন্যে গুরুত্বপূর্ণ কোন কোন বিষয়ে আলোচনা করা দরকার সে ধারনা দিয়ে সভাপতি মহোদয় সভার সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply