স্টাফ রিপোর্টার
রাজধানীর উত্তরায় সম্প্রতি সাংবাদিক পরিচয়ে রিয়া মনি চাঁদাবাজি ও প্রতারণার ঘটনা বৃদ্ধি পেয়েছে। কিছু ব্যক্তি প্রকৃত সাংবাদিক না হয়েও সংবাদকর্মীর পরিচয় ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এ চক্রের সদস্যরা নিজেদের অতীত পরিচয় গোপন রেখে ফেসবুক ও ইউটিউবসহ অনলাইন মাধ্যমে সাংবাদিক হিসেবে প্রচার করছে। তাদের কারও কারও কোনো শিক্ষাগত যোগ্যতা বা গণমাধ্যম প্রশিক্ষণ নেই। ফলে তারা পেশাদার সাংবাদিকতার নীতিমালা মানছে না; বরং সাধারণ মানুষকে ভয় দেখিয়ে অর্থ আদায় করছে। এবং বিভিন্ন ভাবে মোবাইল ফোনে হুমকি দিয়ে চাঁদা চাচ্ছে বলে একজন ব্যবসায়ী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রতিবেদকে জানায়।খোজ নিয়ে জানা যায় এই রিয়া মনি একজন রোহিঙ্গা,নারী। ভারতের পশ্চিম বঙ্গের, কলিকাতার বউ বাজার নামের এক পতিতালয় থেকে বড় ড্রামে ভিতরে ঢুকে পালিয়ে আসে বাংলাদেশের রাজধানী ঢাকায়। ঢাকা উত্তরা দক্ষিন খান থানা এলাকার কোটবাড়িতে বাসা ভাড়া নিয়ে বিভিন্ন ভাবে দেহব্যবসায় জড়িয়ে পড়ে,এবং এলাকার লোকজন তাকেএখান থেকে মেরে তাড়িয়ে দেয়।পরবর্তী তে কারো মাধ্যমে বিভিন্ন সাংবাদিকের সাথে পরিচয় হলে সব জায়গায় ফটোসেশন করে নিজেকে সাংবাদিক হিসাবে জাহির করার চেষ্টা করে, বিভিন্ন পত্রিকা অফিসে সময় কাটায়।এমনকি বিভিন্ন সম্পাদকদের বিরুদ্ধে মিথ্যাচার শুরু করে। বর্তমানে স্বনামধন্য টিভি চ্যানেল এশিয়ার নাম ভাঙ্গিয়ে চাঁদা বাজি করছে বলে স্হানীয় একজন ব্যবসায়ী জানায়। এবং তিনি উত্তরার স্হানীয় সাংবাদিকদের জানায়।এব্যাপারে জানতে রিয়া মনি নামের এই নারী কে ফোন করা হলেও তিনি কথা বলতে রাজি না। উত্তরার এক সিনিয়র সাংবাদিক বলেন,
> “আজকাল সাংবাদিকতার নামে প্রতারণা করা একটি নোংরা ব্যবসায় পরিণত হয়েছে। এতে প্রকৃত সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রশাসনের উচিত এসব ভুয়া পরিচয়ধারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া।”
আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, সম্প্রতি কয়েকটি ঘটনায় ভুয়া প্রেস কার্ড ব্যবহার করে প্রতারণার অভিযোগ এসেছে। তদন্তের পর দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
গণমাধ্যম সংশ্লিষ্টদের দাবি,
প্রেস কাউন্সিল ও তথ্য অধিদপ্তরের উচিত দ্রুত ভুয়া সাংবাদিক শনাক্তে অভিযান চালানো, যাতে সাংবাদিকতার পবিত্র পেশাটি অপব্যবহারের হাত থেকে রক্ষা পায়
Leave a Reply