পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১৫ অক্টোবর/২৫
প্রায় হাফ কিমি গ্রামীণ কাঁচা রাস্তা পায়ে হেঁটে গরীব অসহায় দ্বায়িত্বশীল আদিবাসী মেয়ে রুমিলা মূর্মুর বাড়িতে হাজির হয় জয়পুরহাট জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাব। রুমিলা কলেজে পড়ালেখার পাশাপাশি শ্রমিকের কাজ ও টিউশনি করে টাকা জমিয়ে সেই টাকায় এবছর গ্রামের মন্দিরে দূর্গাপুজার আয়োজন করে। এজন্য দূর্গা পূজায় সে নতুন জামা কাপড় নিতে পারেনি ফেসবুকে এমন হিদয়বিদারক ঘটনা পুলিশ সুপার মহদোয়ের দৃষ্টি গোচর হয়। গোটা জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অফিসের কাজের ফাঁকে রুমিলার প্রতি আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন। এজন্যই শত ব্যস্ততার মাঝেও তার বাড়িতে হাজির হন মানবিক এ পুলিশ সুপার মহদোয়। বুধবার দুপুরে তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নওদার প্রায়গপাড়া আদিবাসী পল্লীর জরাজীর্ণ বাড়িতে হাজির হন। এসময় পুলিশ সুপারের সফরসঙ্গী ছিলেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ, পাঁচবিবি থানার (তদন্ত) ওসি মোঃ ইমায়েদুল জাহেদী, এসআই মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ্ আল মাসুম, মোঃ আলমগীর হোসেন সহ থানার কনস্টেবল সহ ডিবি পুলিশ সদস্য।
এত অভাবের মধ্যে বসবাস করে এত ছোট একটি মেয়ে পুজায় নিজের আনন্দের কথা না ভেবে যে কিনা গোটা সংসার ও সমাজের চিন্তা করে নিঃসন্দেহে মেয়েটি দ্বায়িত্বশীল এমন মন্তব্য করেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাব। তিনি আরো বলেন, বেগম রোকেয়া ও সুফিয়া কামালের মত মহীয়সী নারীরা সমাজ, দেশ ও জাতির জন্য যেমন কাজ করে প্রশংসা কুড়িয়েছে অপরদিকে রুমিলা মূর্মুও অনেকটা তাদের মতই ছোট হলেও সমাজের গুরু দায়িত্ব পালন করছে।
Leave a Reply