দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রামের খেটে খাওয়া মানুষদের ইতোমধ্যে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিরিশিরি ইউনিয়নের কাপাসাটিয়া বাজার এলাকায় অপারেশন পরবর্তি সময়ে ফলোআপ করণ সহ ওই রোগীদের বিনামুল্যে চশমা বিতরণ করা হয়।
এ সময়, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক বজলুর রহমান পাঠান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, বিরিশিরি ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব আজিজুল হক ফকির, সাধারণ সম্পাদক আবুল বাশার, কাকৈরগড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রাজা মিয়া, পৌর যুবদলের সদস্য সচিব স¤্রাট গনি সহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের অর্থায়নে, দুর্গাপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে ১১ ধাপে, ময়মনসিংহের বিএনএসবি চক্ষু হাসপাতালের মাধ্যমে মোট ৪৫০ নারী-পুরুষকে চোখের অপারেশন করানো হয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে রোগীদের ফলোআপ করানো হয় এবং আজকে ৪৫ জন রোগীকে বিনামুল্যে চশমা বিতরণ করা হয়।
কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি মা-মাটি ও মানুষের দল। আমরা সব সময় আর্তমানবতার সেবায় কাজ করে আসছি। চোখের অপারেশনকৃত রোগীদের ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আজকে চশমা প্রদান করা হয়েছে। মানবতার সেবায় বিএনপি, জনাব তারেক রহমানের এই বক্তব্যকে ধারণ করে আমরা আর্তমানবতার সেবায় নিজেদের নিবেদিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।
Leave a Reply