1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য স্বাস্থ্য ঝুঁকি সাধারণ মানুষের - Crime Report 24
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাত যুবককে হত্যা ত্রিশালে ইয়াবাসহ দুই মাদক কারবারী পুলিশের হাতে আটক কালিয়াকৈরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে জাকের পার্টির জনসভায় দোয়া ও মোনাজাত শেষে এক বিশাল র‌্যালী অনুষ্টিত হয় ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড বিতরণ রংপুরে শিক্ষার্থী পেটানো বাগছাস নেতার পদ স্থগিত ময়মনসিংহে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষে প্রস্তুতি সভা চক্ষু রোগীদের মাঝে বিনামুল্যে চশমা দিলেন, ব্যারিস্টার কায়সার কামাল অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য স্বাস্থ্য ঝুঁকি সাধারণ মানুষের ১১ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য স্বাস্থ্য ঝুঁকি সাধারণ মানুষের

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সাঘাটায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেকারি কারখানা। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজারগুলোতে গড়ে উঠেছে বেশিরভাগ বেকারি তথা খাদ্য কারখানা। এসব কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের ভেজাল খাদ্য পণ্য তৈরি করে সেসব দেদারসে বাজারজাত করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য।
সূত্র মতে, অল্প সংখ্যক কারখানা গুলো বিএসটিআই অনুমোদন পেলেও নিরাপদ খাদ্য আইনের ধরাবাধা নিয়ম মানছে না তারা। সরেজমিন ‘ন্যাশনাল ফুডস’ নামের একটি বেকারি খাদ্য তৈরির কারখানায় পরিদর্শনে দেখা যায়, খাবার তৈরির কারিগররা হাতে গ্লাভস পরিধান ব্যতিরেকেই ময়দা ছানছে। এছাড়াও পাউরুটি সমূহ প্যাকেটজাত করে মেঝেতে অস্বাস্থ্যকর অবস্থায় ফেলে রেখেছে। শুধু তাই নয়। কারখানাটির মূল ফটক কিংবা অন্যত্র কোথাও নেই সাইনবোর্ড। কারখানাটির ম্যানেজারের সাথে কথা হলে বলেন, এত নিয়ম মানা সম্ভব না।একইভাবে ‘আল্লাহর দান’ বেকারি কারখানাটি শুধুমাত্র আবেদন করে বিএসটিআইয়ের অনুমোদনহীনভাবেই চলছে। সেখানেও একই অবস্থা সাইনবোর্ডবিহীন কারখানা পরিচালনা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ করে চলছে নির্দ্বিধায়। এ কারখানা মালিকের সাথে কথা হলে তিনি বলেন, আমি এত কিছু বুঝি না। আমার ছোট ভাই সব কাগজ পাতি সেরে নিচ্ছে।
এছাড়াও উপজেলার ভরতখালী ইউনিয়নের কুকড়াহাট ওয়ার্ডের একটি প্রতিষ্ঠান সাঘাটা থেকে জুমারবাড়ি মূল সড়কের সাথেই গড়ে উঠেছে। অথচ কারখানা প্রধান শহীদুল ইসলামের সাথে সরেজমিন কথা হলে বলেন, বিএসটিআইয়ের অনুমোদন নেওয়া হয় নি।

উপজেলার ভরতখালী ইউনিয়নের ভাঙ্গামোড় ওয়ার্ডে ২ টি, কুকড়াহাট ওয়ার্ডে ১টি। এছাড়াও বোনারপাড়া ইউনিয়ন, সাঘাটা ইউনিয়ন সহ আরও বেশ কয়েকটি ইউনিয়নেও মিলেছে এসব কারখানা।

এ বিষয়ে সাঘাটা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে ও বিএসটিআই অনুমোদন ছাড়া উৎপাদিত খাবার খেলে ডায়রিয়া, আমাশয়, হেপাটাইটিসসহ নানা খাদ্যবাহিত রোগের ঝুঁকি বাড়ে। দীর্ঘমেয়াদে এসব খাবার লিভার, কিডনি ও পাকস্থলীর মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল বলেন, নিয়ম না মেনে খাবার উৎপাদন ও বাজারজাত কারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ