আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ:
ময়মনসিংহের ত্রিশাল থানা এলাকার নিয়মিত চেকপোস্ট অভিযানে ৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
ত্রিশাল থানার পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাতের দিকে এসআই সবুজ ও এসআই আকরামের নেতৃত্বে একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি করা হলে মোট ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ আশিকুর রহমান ওরফে লায়ন (৩০), পিতা আবুল বাশার (ফারুক), সাং উজান, ইউনিয়ন বৈলর, ত্রিশাল।
মোঃ আহসান হাবীব (২৯), পিতা মোঃ হাফিজ উদ্দিন, সাং ভাটি বাড়েরা, ড্রাইভারপাড়া, ২৬ নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন, কতোয়ালি, ময়মনসিংহ।
পুলিশ জানায়, মোঃ আশিকুর রহমান লায়নের বিরুদ্ধে আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮টি মামলা দায়ের রয়েছে। এটি তাকে একজন চিহ্নিত মাদক কারবারি হিসেবে প্রমাণ করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ত্রিশাল থানার ওসি মনসুর আহমদ জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply