1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
দোকান ঘর নির্মাণ ঘিরে সংঘর্ষের শঙ্কা: সেনবাগে চেয়ারম্যান পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগআইনের তোয়াক্কা নেই! পাঁচবিবিতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত গফরগাঁওয়ে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত, তিন দোকান, ৩৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি প্রিয়ো মকবুল হোসেন ভাই তাছলিমা আক্তার মুক্তা সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগেবোয়ালখালীর খরণদ্বীপে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ পানছড়ি সীমান্তে বিজিবির অভিযান, লাখ টাকার ভারতীয় পণ্য আটক চিলমারীতে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ সমাজ সংস্কারের প্রতিবাদ করায় প্রবাসী সাংবাদিক কে ‘ত্যাজ্য পুত্র’ ঘোষণা: নেপথ্যে সাজানো সংবাদ সম্মেলন! পানছড়িতে সড়ক কাজে অনিয়ম: এলাকাবাসীর বাধা, তদন্তের আশ্বাস ভোটকেন্দ্রে নির্বিঘ্নে ভোট দেয়া নিশ্চিত করার জন্য অথোরটি চাইলেন: আইজিপি ফরিদপুরের আটরশিতে চার দিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু

চাঁদা না দেওয়ায় ১০ দোকানে তালা, জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৪

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

নাটোরের বড়াইগ্রামে চাঁদা না দেওয়ায় ১০টি দোকান দখল করে নেওয়ার অভিযোগে জামায়াত নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার আহম্মেদপুর বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন।

গ্রেপ্তাররা হলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোয়াড়ী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড সভাপতি ও আহম্মেদপুর এলাকার মুজিবর রহমানের ছেলে রুহুল আমিন (৪৫), তার ভাই জামায়াত কর্মী আজিমুদ্দিন (৪০), বিএনপি কর্মী হায়দার আলী (৪৮) ও বাবা মুজিবর রহমান (৭০)। ভুক্তভোগীরা হলেন— উপজেলার নওপাড়া গ্রামের বাসিন্দা কোরবান আলী, শাহ আলম হোসেন, মোতালেব হোসেন।

মামলার বাদী জাহাঙ্গীর আলম বলেন, ‘অনেক দিন ধরে আহম্মেদপুর বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে চাঁদা দাবি করেন জামায়াত নেতা রুহুল আমীন ও তার ভাইয়েরা। চাঁদা দিতে অস্বীকার করলে তারা ৪০ থেকে ৫০ জন গতকাল সোমবার বেলা ১১টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের মারধর করেন। একপর্যায়ে তারা তালা দিয়ে আমাদের ১০টি দোকান বন্ধ করে দেন।
আমরা নিরুপায় হয়ে পাঁচ হাজার টাকা করে চাঁদা দিয়ে রক্ষা পাই।’
ভুক্তভোগী কোরবান আলী বলেন, ‘গতকাল সোমবার বিকেলে সেনাবাহিনী ও বড়াইগ্রাম থানা পুলিশ অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করে ও ১০টি দোকান অবমুক্ত করে।’

জামায়াত নেতা রুহুল আমিন চাঁদা চাওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘এই জমি আমাদের। দীর্ঘদিন ধরে তারা দখল করে আসছে।জমি ফেরত চাই, দেয় না। আমরা কোর্টে মামলা করেছি। কিন্তু এভাবে দোকানে তালা দেওয়া আমাদের ঠিক হয়নি।’

বিএনপি কর্মী হায়দার আলী বলেন, ‘উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও জোয়াড়ী ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মালেকের নেতৃত্বে সমাধান করার জন্য একটি কমিটি করা হয়। সেখানে উভয় পক্ষই জামানত বাবদ ১৫ হাজার করে টাকা জমা দেয়।কিন্তু তারা সেটি মানে না। তাই আমরা দখল করেছি। কিন্তু সেটি আমাদের ঠিক হয়নি।’

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার হোসেন বলেন, ‘চাঁদা না দেওয়ায় ১০টি দোকানে তালা দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জাহাঙ্গীর আলম নামের এক ভুক্তভোগী থানায় মামলা করেছেন। আসামিদের আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ