বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা কৃষকদলের সভাপতি আনোয়ারুল হক এর স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জেলা বিএনপি কার্যালয়ে জেলা কৃষক দলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা কৃষক দলের সভাপতি প্রয়াত আনোয়ারুল হক এর স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর আলোকপাত করেন জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী,পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ ও কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক সহ জেলা বি এন পি নেতৃবৃন্দ ও কৃষকদলের নেতৃবৃন্দ।
পরে মরহুম আনোয়ারুল হকের আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর কাছে সকলে প্রার্থনা করেন। মোনাজাতে সকলেই মহান আল্লাহর কাছে করজোড়ে প্রার্থণা করেন যেনো তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমীন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দল সহ জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply