1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  6. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  7. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির আটককৃত কষ্টি পাথরের মূর্তি পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তর। - Crime Report 24
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
লিও ক্লাব অব চিটাগাং ইউনাইটেড স্টারস এর ২০২৫-২০২৬ইং সেবাবর্ষের কমিটি গঠিত খাগড়াছড়ি জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ শেফালিকা ত্রিপুরা কুখ্যাত ১মাদক ব্যবসায়ী ৩৬ কেজি গাঁজা ও ১টি সিএনজি সহ গ্রেফতার। ১৭ বছর ধরে পদ্মায় অবৈধ বালু উত্তোলন, রূপপুর প্রকল্প, হার্ডিং ও লালন শাহ সেতু চরম ঝুঁকিতে ময়মনসিংহ শিক্ষা বোর্ড এস এস সি পাশের হার ৫৮.২২ শতাংশ আমতলীতে নাবালিকাকে অপহরণ, আসামীদের বিরুদ্ধে ধর্ষণ মামলা! ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৩০০ কেজি আম পাঠালেন প্রধান উপদেষ্টা কালিয়াকৈর অজ্ঞাত অর্ধগলিত যুবকের মরাদেহ উদ্ধার ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার হত্যা মামলার গ্রেফতার করেছে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ মিতু ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট হতে চাই

নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির আটককৃত কষ্টি পাথরের মূর্তি পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তর।

  • প্রকাশকাল: রবিবার, ২৫ মে, ২০২৫

নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুধু একটি সীমান্তরক্ষী বাহিনী নয়, বরং এটি বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় স্বার্থ অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিজিবি দীর্ঘদিন ধরে আমাদের দেশের সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও মাদক পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এর ধারাবাহিকতায় গত ১৯ অক্টোবর ২০১৯ হতে ১৪ মে ২০২৫ তারিখ পর্যন্ত চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা হতে ও প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকা বগুড়া জেলার বিভিন্ন এলাকা হতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক অভিযান পরিচালনার মাধ্যমে ১০৮.২২৫ কেজি ওজনের-০৪টি কষ্টি পাথরের মূর্তি এবং ৫৪৬.৬৫০ কেজি ওজনের ১৪টি কষ্টি পাথর সাদৃশ্য বিভিন্ন প্রকার মূর্তি অবৈধভাবে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচারের প্রাক্কালে জব্দ করা হয়।

এই মূর্তিগুলো শুধু প্রাচীন শিল্পকলার নিদর্শনই নয়, বরং আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয়ও বহন করে। শত শত বছর আগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য বহনকারী এই কষ্টিপাথরের মূর্তিগুলো আমাদের অতীত সভ্যতা, ধর্মীয় বিশ্বাস এবং শিল্পবোধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এদের সংরক্ষণ কেবল একটি প্রশাসনিক কর্তব্য নয়, এটি জাতির প্রতি একটি নৈতিক দায়বদ্ধতা।

বিজিবি গর্বের সঙ্গে ঘোষণা করছে যে, জব্দকৃত এই কষ্টিপাথরের মূর্তিগুলো আনুষ্ঠানিকভাবে অদ্য ২৫ মে ২০২৫ তারিখ ১৪২০ ঘটিকায় পাহাড়পুর, প্রত্নতাত্ত্বিক জাদুঘর, বদলগাছী, নওগাঁ এর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে আমরা চাই যে, এসব ঐতিহাসিক নিদর্শনগুলো রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত হোক, যাতে সাধারণ দর্শক, গবেষক এবং ভবিষ্যৎ প্রজন্ম এগুলো থেকে শিক্ষা ও অনুপ্রেরণা নিতে পারে। মূর্তিগুলো জাদুঘরে সংরক্ষণের ফলে সাধারণ জনগন দেখার সুযোগ পাবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ইতিহাস ও সংস্কৃতির চেতনা জাগ্রত হবে।

বিজিবি শুধুমাত্র সীমান্ত পাহারা নয়, বরং দেশের সাংস্কৃতিক ও ঐতিহ্য রক্ষায়ও সক্রিয় ভূমিকা রেখে আসছে। আজকের এই হস্তান্তর সেই দায়বদ্ধতার আরেকটি নিদর্শন। বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ যে, ভবিষ্যতেও দেশের সাংস্কৃতিক সম্পদ রক্ষায় সকল ধরনের পদক্ষেপ গ্রহণে সচেষ্ট থাকবে।

অদ্য ২৫ মে ২০২৫ তারিখ ১০৮.২২৫ কেজি ওজনের ০৪টি কষ্টি পাথরের মূর্তি এবং ৫৪৬,৬৫০ কেজি ওজনের ১৪টি কষ্টি পাথর সাদৃশ্য বিভিন্ন প্রকার মূর্তি পাহাড়পুর, প্রত্নতাত্ত্বিক জাদুঘর, বদলগাছী, নওগাঁ এর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ