নদী উদ্ধারের নামে জন হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
ইমন রহমান
নেত্রকোনা প্রতিনিধিঃ
নদী উদ্ধারের নামে জন হয়রানির প্রতিকারের জন্য মানববন্ধন ও ভিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে নেত্রকোনা জেলা কালেক্টরের মাঠে হাজারো জনতার উপস্থিতিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।
এ সময় উপস্থিত ছিলেন এলাকা বাসির মধ্যে বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, এড,খালিদ সাইফুল্লাহ মুন্না,আবুল বাসার হাদী, জেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুস শাহাদাত নাজু,তানভীর জাহান চৌধুরী, সাংবাদিক মিজানুর রহমান ইমন,বিশিষ্ট সমাজ সেবক হুমায়ূন আহমেদ মুক্তাল রাসেল ফারুক সহ আরো অনেকে
এসময় বক্তারা বলেন সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের কতিপয় কর্মচারী নদী উদ্ধারের নামে নেত্রকোনার পৌরসভার মগরা নদী তীরবর্তী বাসিন্দাদের বসতভিটা ও দোকানপাটে অবৈধ প্রবেশ পূর্বক বিনা নোটিশে সি এস নকশা মোতাবেক পরিমাপ কার্য পরিচালনা করছেন।
এতে নদীর তীরবর্তী সকল নাগরিকের মনে ব্যাপক আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।
বিগত ১৫ই মে ২৫ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক বনানী বিশ্বাস কে না পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিয়ে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগের পরামর্শ দেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আরাফাত তাদেরকে পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি কপি দেন।
কিন্তু সেই কার্যবিবরণের কোথাও সিএস নকশা দিয়ে নদীর তীরবর্তী ভূমি পরিমাপের কোন বিষয় উল্লেখ না থাকায় কর্মকর্তাকে প্রশ্ন করলে তিনি বলেন হাইকোর্টের একটি অর্ডার আছে কিন্তু তিনি দেখাতে পারেননি। এমনটাই জানান উপস্থিতি হাজারো জনতা।
উল্লেখ্য যে বিগত সময় সদর এসি ল্যান্ড বুলবল আহমেদ তালুকদার নিজে দ্বারিয়ে থেকে বিআরএস নকশা মোতাবেক নেত্রকোনা পৌরসভা নদীর সীমান পরিমাপপূর্বক নদীর বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন, সরকার যেখানে বিআরএস খতিয়ান ছাড়া কোন খাজনা গ্রহণ করে না অনুমোদন করে না, কোন সম্পত্তি হস্তান্তর কবে বিক্রয় করে না পানি উন্নয়ন বোর্ডের এই কর্মচারীরা কিসের ফায়দা লুটতে কিসের ভিত্তিতে জনগণের ব্যক্তিগত সম্পত্তি সিএস নকশা দিয়ে মাপার ভয় দেখিয়ে অর্থ কামানোর পায়তারা করছেন। এই বিষয়টি আমলে নিয়ে এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। নেত্রকোনার জনগণ উন্নয়ন চায় তা জনগণের জানমালের বিনিময়ে নয়, জনগণের জন্য উন্নয়ন, উন্নয়নের জন্য জনগণ নয় এমনটাই বলেন সাধারণ মানুষ।
Leave a Reply