1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  6. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  7. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
পাবনায় বিএনপি জামায়াত সংঘর্ষ: আহত ১১ জামায়াত অফিসে অগ্নিসংযোগ, কোরআন হাদিস পুড়ে ভস্মীভূত - Crime Report 24
শনিবার, ১৭ মে ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার নবগঠিত কমিটি হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত আমতলীতে লোকাল বাসের হেলপারকে মারধরের ঘটনায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই বাসে হামলা আহত ৯ শিক্ষার্থী আমতলীতে পানি তাল পারাকে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন আহত পাবনায় বিএনপি জামায়াত সংঘর্ষ: আহত ১১ জামায়াত অফিসে অগ্নিসংযোগ, কোরআন হাদিস পুড়ে ভস্মীভূত সান্ডা খাওয়ার ব্যাপারে নবিজি (সা.) কী বলেছিলেন? ময়মনসিংহে পল্লী সঞ্চয় ব্যাংকের বিভাগীয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউসিটিসিতে আইকিউএসির ২৪তম সভা অনুষ্ঠিত হাল্ট প্রাইজ বাংলাদেশের জাতীয় প্রতিযোগিতায় পবিপ্রবির প্রথম প্রতিনিধি দল “টিম বাগ এক্স” ২৪ ঘন্টার মধ্যে ক্লুলেস মতিন হত্যার রহস্য উদঘাটন ও ঘাতককে গ্রেপ্তার জবির আন্দোলনের সমর্থন, করিডোর ও বন্দর না দেয়ার দাবি, আবু লায়েস মুন্না

পাবনায় বিএনপি জামায়াত সংঘর্ষ: আহত ১১ জামায়াত অফিসে অগ্নিসংযোগ, কোরআন হাদিস পুড়ে ভস্মীভূত

  • প্রকাশকাল: শুক্রবার, ১৬ মে, ২০২৫

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ
পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ডিগ্রী কলেজের গভর্নিং বডির নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয় এবং পরবর্তীতে জামায়াত অফিসে বিএনপির নেতাকর্মীরা অগ্নিসংযোগ করে কুরআন পুড়িয়ে দেয়। এর প্রতিবাদে পাবনা- চাটমোহর- ভাঙ্গুড়া- ফরিদপুর আঞ্চলিক মহাসড়ক সড়ক অবরোধ, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে গত বৃহস্পতিবার ১৫ মে রাত আটটার দিকে বিএনপির সশস্ত্র একটি সন্ত্রাসী গ্রুপ আটঘরিয়া উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহব্বায়ক আছিম উদ্দিন ও উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম এর নেতৃত্বে উপজেলা জামায়াত অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় কুরআন হাদিস সহ অন্যান্য বই-পুস্তক পুড়ে ভসীভূত হয় । এ সময় সন্ত্রাসীরা দেবোত্তর বাজারে আশেপাশে জামায়াত সমর্থিত নেতাকর্মীদের বাড়ি ও দোকানপাট ভাঙচুর করে।

এ ঘটনার প্রতিবাদে শুক্রবার ১৬ মে সকাল সাড়ে ৯ টার সময় স্থানীয় জনসাধারণ ও জামায়াত নেতাকর্মী আটঘরিয়া উপজেলা সদর দেবোত্তরে সমবেত হয়ে পাবনা- চাটমোহর -ভাঙ্গুড়া- ফরিদপুর আঞ্চলিক মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। স্থানীয় জনসাধারণের ব্যাপক উপস্থিতিতে তা প্রতিবাদ সমাবেশ রূপ নেয়। প্রতিবাদ সমাবেশে আটঘরিয়া উপজেলা মাওলানা আব্দুল আলিম মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক এস এম সোহেল, সাবেক উপজেলা আমির ও পাবনা শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, উপজেলা আমির মাওলানা নকিবুল্লাহ প্রমোখ ।

সমাবেশে বক্তারা অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। সকালে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল আটঘরিয়া উপজেলা জামায়াত অফিস উপস্থিত হলে স্থানীয় জনসাধারণ উপস্থিত সাংবাদিকবৃন্দের সাথে কথা বলেন এবং অফিস ভাঙচুর ও পোড়ানো সকল কক্ষ ঘুরে ঘুরে দেখেন এবং সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় তিনি বিএনপির সন্ত্রাসী বর্বর রচিত হামলা কোরআন হাদিসের বই পোড়ানোর তীব্র নিন্দা প্রকাশ করেন।

তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, জামায়াত নেতাকর্মীদের মারধর এবং অফিস পোড়ানো এই ঘটনা প্রমাণ করে বিএনপি একটি সন্ত্রাসী চাঁদাবাজ দল । তিনি বলেন বিএনপির বর্বরচিতো কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করে বিএনপি ও আওয়ামীলীগের মধ্যে তেমন কোন পার্থক্য নেই।

তিনি আরও উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার ১৫ মে পাবনার আটঘরিয়ার দেবোত্তর ডিগ্রী কলেজের নির্বাচনকে কেন্দ্র করে অভিভাবকরা মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে বিএনপির নেতাকর্মীরা জামায়াত সমর্থিত স্থানীয় অভিভাবকদের উপর আক্রমণ করে। এ ঘটনার জেরে জামায়াত সমর্থিত অভিভাবকেরা প্রতিবাদের জন্য সমবেত হলে আসরের নামাজের সময় নামাজরত অবস্থায় বিএনপির সন্ত্রাসী গ্রুপ বোমার বিস্ফোরণ ঘটায় এবং গুলি করতে থাকে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধরা শুরু হয়। এক পর্যায়ে ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি
জামায়াত নেতা ও আটঘরিয়া পৌর নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদোপ্রার্থী মোঃ সাইদুল ইসলাম মোল্লা ও আটঘরিয়া পৌর জামায়াত আমির মামুনুর রহমান লিটন সহ ১১ জন নেতাকর্মী মারাত্মকভাবে আহত হয়। সাইদুল ইসলাম মোল্লা আশঙ্কজনকভাবে আই সি ইউ তে ভর্তি করে রাখা হয়েছে। এ ঘটনায় আটঘরিয়া থানায় একটি মামলা হয়েছে।

আটঘরিয়া উপজেলার দেবোত্তর ডিগ্রী কলেজের এডহক কমিটির সভাপতি ও আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুল ইসলাম এ বিষয়ে জানান, কলেজের গভর্নিং বোডির নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহ করা কে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এ নির্বাচন স্থগিত করা হবে ।

আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা জানান, কলেজের নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করাকে কেন্দ্র করে ঘটনা ঘটে । দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে তবে জামায়াত অফিসে আগুন দেওয়া হয়নি।

আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফুজ্জামান সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ