1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  6. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  7. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর ময়মনসিংহ জেলা কমিটি অনুমোদিত। - Crime Report 24
সোমবার, ১২ মে ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর ময়মনসিংহ জেলা কমিটি অনুমোদিত। ট্রাফিক সার্জেন্ট অপূর্ব কুমার মহন্তের বিরুদ্ধে অতিসম্পদের অভিযোগ নেত্রকোণায় বাংলাদেশ (মুসলিম) নিকাহ্ রেজিস্টার সমিতির মত বিনিময় সভা আনন্দমোহন সরকারি কলেজ গণিত বিভাগের প্রফেসর আমির হোসেন স্যারের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান কালিয়াকৈরে পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে লিফলেট ও বই বিতরণ চাঁপাইনবাবগঞ্জে উদ্বোধন হলো মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা  খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নাট্যকলা ও চলচ্চিত্র সার্বজনীন সাংস্কৃতিক অনুষ্ঠান নেত্রকোনায় সাবেক স্থানীয় সরকার মন্ত্রীর শ্যালকের কোটি কোটি টাকার সম্পদের খোঁজ কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন।। কলাপাড়ায় খালের উপর অবৈধভাবে নির্মিত ৭টি স্থাপনা উচ্ছেদ।।

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর ময়মনসিংহ জেলা কমিটি অনুমোদিত।

  • প্রকাশকাল: সোমবার, ১২ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

শেখ আলী হোসেন রনি-সভাপতি,ও মোঃ সামদানী হোসেন বাপ্পীকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনা পরিচালক তালুকদার রুমী,দৈনিক পাঞ্জেরী পত্রিকার,নির্বাহী সম্পাদক, ভাইস প্রেসিডেন্ট ফজলুর রহমান জুলফিকার, দৈনিক দিনের আলো পত্রিকার সম্পাদক । কার্য নির্বাহী সদস্য এস,এম বদরুল আলম, ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক সবুজ বিপ্লব। মো: সালে আহম্মেদ, বিশেষ প্রতিনিধি, ডিপিসি বাংলা টিভি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহবুব রেজা করিম মুরাদ ময়মনসিংহ জেলার সর্বোচ্চ আয়কর দাতা, উদ্ভোধকঃ ছিলেন অধ্যাপক শেখ আমজাদ আলী, সভাপতি, গভর্নিং বডি, নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ। মুখ্য আলোচক ছিল
জনাব এস.এম.সফিকুল হায়দার মুকুল (প্রিন্সিপাল), ময়মনসিংহ মহাবিদ্যালয়। মুখ্য আলোচকঃ জনাব এস.এম.সফিকুল হায়দার মুকুল (প্রিন্সিপাল), ময়মনসিংহ মহাবিদ্যালয়। বিশেষ অতিথি ছিলেনঃ
জনাব মোঃ ইকরাম এলাহী খান বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, ময়মনসিংহ। জনাব এখলাস উদ্দিন খান
প্রিন্সিপাল, ময়মনসিংহ কমার্স কলেজ, ময়মনসিংহ।
জনাব মোঃ জাহিদ হাসান, সদর সাব রেজিষ্ট্রার, ময়মনসিংহ। আশফাক উদ্দিন আহমেদ, প্রিন্সিপাল, মাইজবাড়ী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, ময়মনসিংহ। জনাব মোঃ শফিকুল ইসলাম খান অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা, ময়মনসিংহ।
জনাব লায়ন মোঃ ইউসুফ আলী রিমন প্রধান নির্বাহী সম্পাদক-দৈনিক উন্নয়ন-সংবাদ, পরিচালক-আমীরা হাউজিং লিমিটেড, মেম্বার বাংলাদেশ ক্রাইম রিপোটার্স কাউন্সিল। জনাব মোঃ আবু সাঈদ ফরহান, সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল। জনাব জয়ীতা তনু সভাপতি, সেতুবন্ধন কল্যাণ সমিতি, ময়মনসিংহ। জনাব আশিকুর রহমান যুগ্ম আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখা। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন,সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী সাংবাদিক সংগঠন, বৃহত্তর সাংবাদিক জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণের ভিত্তিতে বিভিন্ন স্তরের সাংবাদিকদের অধিকার রক্ষা, প্রশিক্ষণ, এবং পেশাগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের একটা ব্যতিক্রমধমী সাংবাদিকদের সংগঠন, ইহার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বলেনঃ
১। কোনো অসহায় সাংবাদিক মৃত্যুবরণ করিলে তার দাফন কাপনের সম্পূর্ণ খরচ ফাউন্ডেশন বহন করিবে। মৃত সাংবাদিক এর পরিবারকে এককালিন ১০ হাজার টাকা হইতে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করিবে। তার পরিবারের সন্তানরা ছোট হলে তাদের পড়া লেখার দ্বায়ীত্ব ফাউন্ডেশন বহন করিবে। তার ছেলে মেয়েরা বড় এবং অকর্মীক হলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করিবে।
২। প্রতিটি জেলায় জেলায় সাংবাদিকদের প্রশিক্ষন দেয়ার জন্য টেনিং সেন্টার খোলার ব্যবস্থা করিবে।
৩) বিভাগ গুলোতে সাংবাদিকদের হাসপাতালের করার ব্যবস্থা করিবে।
৪) প্রতিটি জেলাশহরে সাংবাদিকদের একটি স্কুল ও একটি মাদ্রাষা করার ব্যবস্থা করিবে।
৫) মেয়ে সাংবাদিকদের জন্য টেইলারিং, কম্পিউটার, হান্ডিক্যাপ, রেসিপি, অনলাইন মার্কেটিং, আউটসোসসিং প্রশিক্ষনের ব্যবস্থা করিবে।
৬) আইনি সহযোগিতার জন্য প্রতিটি জেলায় তিনজন করে অ্যাডভোকেট নিয়োগ করিবে।
৭) জেলা ও থানা পর্যায়ে তিনজন করে ডাক্তার নিয়োগের ব্যবস্থা করিবে।
৮) কারামুক্ত কয়েদী সাংবাদিকদের পুনবাসন এর ব্যবস্থা করিবে।
৯) প্রতিটি জেলার লং রোডের গাড়ী, বিনোদন কেন্দ্র, টোল প্লাজা, বিমান, লন্স, ট্রেন, মেট্রোরেলসহ অধিকতর সুযোগ সুবিধার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিবে।
১০) সাংবাদিকের আর্থ-সামাজিক উন্নয়ন, পেশার মান উন্নয়নের উচ্ছতর প্রশিক্ষণের ব্যবস্থা করা। প্রয়োজনে উচ্ছ শিক্ষার জন্য বিদেশে প্রেরণ করা। বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্মেলন ও প্রশিক্ষণে সাংবাদিক প্রতিনিধি প্রেরণ করা।
উক্ত কমিটি সহ-সভাপতি, মোঃ জাহাঙ্গীর আকন্দ- দৈনিক আজকের ময়মনসিংহ, প্রদীপ বিশ্বাস, দৈনিক সকালের সময় ও স্বজন, মোঃ আব্দুল হাকিম, দৈনিক আলোকিত ময়মনসিংহ, যুগ্ম সাধারণ সম্পাদক,সানোয়ার ইসলাম মামুন, দৈনিক সোনালী কন্ঠ, মো। মারুফ হোসেন, দৈনিক আইন বার্তা, সাংগঠনিক সম্পাদক,আবু জার আল গিফার,দৈনিক নওরোজ, সহ-সাংগঠনিক সম্পাদক,রাজিব রানা, এসএফ টেলিভিশন, অর্থ সম্পাদক, রায়হান আহামেদ, দৈনিক এশিয়া বাণী, শিক্ষা ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, আশিকুল আলম আল মেহেদী শুভ, সাপ্তাহিক রাতদিন, আইন বিষয়ক সম্পাদক, এডভোকেট আনিছুজ্জামান মোল্লা, এডভোকেট জজকোর্ট, ময়মনসিংহ, সাংস্কৃতিক সম্পাদক, মোঃ রবিন হোসেন, নিউজ ২১ ক্যামেরা পার্সন। ২০২৫-২০২৭ দুই বৎসর এর জন্য কমিটি অনুমোদিত হলো।
সার্বিক সহযোগিতায় ছিলেন, মোঃ সানোয়ার ইসলাম মামুন। আবু জার আল সিফার, রায়হান আহমেদ। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন রাসেল ও বিভিন্ন প্রিন্টমিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ