নতুন সিটি কর্পোরেশন হতে যাচ্ছে বগুড়া
মোস্তফা আল মাসুদ,বগুড়া প্রতিনিধি ঃ
দেশে নতুন সিটি করপোরেশন হিসেবে যুক্ত হতে যাচ্ছে বগুড়া। সে লক্ষ্যে (২৭ তারিখ) রবিবার গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সিটি করপোরেশন হলে বগুড়া হবে দেশের বড় সিটি করপোরেশন গুলোর একটি।
আওয়ামী লীগের সময়ে বৈষম্যের শিকার হয়ে উন্নয়নবঞ্চিত হয় বগুড়াবাসী তথা বগুড়া জেলা। এরই মাঝে ২৪ এর পটপরিবর্তনে হাসিনা পালিয়ে গেলে আওয়ামিলীগের পতন হয়। বৈষম্যের শিকার বগুড়াবাসি উন্নয়নের দাবি তুললে তা জেলা প্রশাসক হোসনা আফরোজা প্রস্তাবনা আকারে পেশ করেন। এরপর থেকেই সিটি করপোরেশন গঠনের প্রক্রিয়া বেশ জোড়েসোরে এগিয়েছে।
গণবিজ্ঞপ্তি জারি ও স্থানীয় জনগণের মতামত গ্রহণের জন্য চূড়ান্ত প্রতিবেদন চেয়ে গত ১০ এপ্রিল চিঠি দেয় স্থানীয় সরকার বিভাগ। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পবিত্র জন্মভূমি বগুড়ার জনগণ সিটি করপোরেশন দ্রুত বাস্তবায়নের দাবি করেছেন। জেলা প্রশাসক বলছেন, আজ রবিবার সিটি করপোরেশনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বগুড়া পৌরসভা সূত্রে জানা গেছে, বগুড়া পৌরসভা ১৮৭৬ সালে প্রতিষ্ঠত হয়।
১৯৮১ সালে পৌরসভাটি ‘ক’ শ্রেণির মর্যাদা পায়।
কালের আবর্তনে প্রাচীন এই পৌরসভার আয়তন বাড়তে বাড়তে ২০০০ সালে দাঁড়ায় ১৪ দশমিক ৭৬ বর্গকিলোমিটার। এরপর ২০০৪ সালে বর্ধিত করে ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার করা হয়। ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত বগুড়া পৌরসভা প্রায় ৭০ বর্গকিলোমিটার।
সিটি করপোরেশনের জন্য আয়তন হতে হয় কমপক্ষে ২৫ বর্গকিলোমিটার। জনসংখ্যা রয়েছে প্রায় ১০ লাখ। কিন্তু বাস্তবে এই পৌরসভায় বেশি জনবসতি রয়েছে। দেশের বিভিন্ন সিটি করপোরেশনের চেয়ে আয়তনেও বড়। এদিকে বগুড়া সিটি করপোরেশন গঠনে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
লন্ডনে সফররত বগুড়া পৌরসভার সাবেক মেয়র, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, আওয়ামী লীগের সময়ে বৈষম্যের শিকার হয়ে সর্বক্ষেত্রে উন্নয়নবঞ্চিত বগুড়াবাসি। তাই বগুড়াবাসির ভাগ্যের উন্নয়নের স্বার্থে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পবিত্র জন্মভূমি বগুড়া পৌরসভাকে দ্রুততম সময়ের মধ্যে সিটি করপোরেশন বাস্তবায়নের দাবি জানাচ্ছি।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের বগুড়া সদর উপজেলা শাখার সভাপতি মোঃ ইসরাফিল আলম বলেন,বহুলপ্রতীক্ষিত সিটি করপোরেশন হতে যাচ্ছে বগুড়া। সিটি কর্পোরেশন হলে উন্নয়ন ধারা আরো বৃদ্ধি পাবে। বগুড়া বাসীর স্বপ্ন অবশেষে পূরণ হতে যাচ্ছে।
সাধারণ সম্পাদক মোস্তফা আল মাসুদ (আকাশ) বলেন, ২০০৯ সালে প্রস্তাবি বিভাগ ও দ্বিতীয় রাজধানী বগুড়া হবার কথা থাকলেও আওয়ামীলীগ সরকার গঠন হবার পর বগুড়া কেটে রংপুরকে বিভাগ করা হয়।তারপর দীর্ঘ ১৭ বছর অবহেলিত করে রাখা হয় আমাদের এই বগুড়াকে।বৈষম্যে বিরোধী আন্দোলনের পর বহুলপ্রতীক্ষিত সিটি করপোরেশন হতে যাচ্ছে বগুড়া।এটা বগুড়া বাসির জন্য অনেক বড় প্রাপ্তি।
বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, সিটি করপোরেশনের সীমানা চূড়ান্ত করতে মৌজাভিত্তিক কাজ করা হয়েছে। বগুড়া সিটি করপোরেশন এখন সময়ের বিষয় মাত্র। সিটি করপোরেশন গঠনের মাধ্যমে বগুড়ার উন্নয়নে আরও জোরদার ভূমিকা রাখা সম্ভব।
Leave a Reply