1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
জাজিরায় বিস্ফোরণের ঘটনায় শতাধিক হাতবোমা তৈরির উপকরণ উদ্ধার মাদ্রাসা যেতে গিয়ে নিখোঁজ কিশোর, পরিবারে আহাজারি-সেনবাগে চাঞ্চল্য আলহাজ পনির উদ্দিন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় নতুন বই বিতরণ বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান ভুয়া পরীক্ষার্থীসহ প্রশ্নফাঁস চক্রের আরো ১১ সদস্য আটক শীতে কাঁপছে কুড়িগ্রামে জনজীবন স্থবির না.গঞ্জের যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫ গফরগাঁওয়ের আমির হোসেন চেয়ারম্যান ইন্তেকাল করেছেন বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড় : নীরব বন বিভাগ সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগেশীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ পানছড়িতে বিজিবির অভিযানে ৯০টি মালিকবিহীন দেশীয় অস্ত্র উদ্ধার

তরুণ ও প্রতিবাদী সাংবাদিক মুজাহিদ হোসেন ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছেন দ্বিতীয়বারের মতো

  • প্রকাশকাল: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নাহিদ স্টাফ রিপোর্টার 

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বারের মতো ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছেন জাতীয় দৈনিক সোনালী কণ্ঠ পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি, তরুণ ও প্রতিবাদী সাংবাদিক মুজাহিদ হোসেন।

গত ১৯ এপ্রিল (শনিবার) রাজধানীর পল্টন টাওয়ারে ‘মাদার তেরেসা রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল’-এর উদ্যোগে “শতাব্দীর শ্রেষ্ঠ মহীয়সী নারী মানবতার কল্যাণে মাদার তেরেসা” শীর্ষক আলোচনা সভা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মুজাহিদ হোসেনকে ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি মীর হাসমত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 

অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক মো. আহসান উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদার তেরেসা রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের উপদেষ্টা মো. মুজিবুর রহমান চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলের মহাসচিব এম এইচ আরমান চৌধুরী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মঞ্জুর হোসেন ঈসা এবং সঞ্চালনায় ছিলেন দীপ্ত টেলিভিশনের সাংবাদিক তানিয়া আফরিন।

সাংবাদিক মুজাহিদ হোসেনের সংক্ষিপ্ত পরিচিতি: মুজাহিদ হোসেন ১৯৯০ সালের ৫ জানুয়ারি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের অষ্টমাত্রাই গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৬ সাল থেকে মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত থেকে মানবিক ও সামাজিক অধিকার নিয়ে কাজ শুরু করেন। সাংবাদিকতা শুরু করেন জাতীয় দৈনিক দেশ বার্তা পত্রিকার মাধ্যমে। এরপর বিভিন্ন অনলাইন পোর্টাল, দৈনিক সূর্যোদয় ও বর্তমানে সোনালী কণ্ঠ পত্রিকায় দায়িত্ব পালন করছেন।

ছাত্রজীবন থেকেই তিনি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সাংবাদিকতায় যুক্ত হওয়ার পর থেকে একের পর এক সাহসী ও অনুসন্ধানী প্রতিবেদন করে জাতীয় ও স্থানীয় পর্যায়ে আলোচনায় আসেন। হাটবাজারে অতিরিক্ত খাজনা আদায়, ভণ্ড কবিরাজদের প্রতারণা, মাদক সমস্যা, থানা পুলিশের অনিয়ম, সরকারি প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি প্রভৃতি বিষয়ে তাঁর প্রকাশিত রিপোর্টগুলো সর্বমহলে প্রশংসিত হয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তিনি একাধিকবার মামলাসহ শারীরিক হুমকির শিকার হয়েছেন। তবুও জীবনের ঝুঁকি নিয়েই তিনি দলমত নির্বিশেষে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকতার মাধ্যমে সোচ্চার ভূমিকা পালন করে চলেছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বদলগাছী মডেল প্রেসক্লাব-এর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত দায়িত্ব পালনে তিনি দেশের বিভিন্ন জেলা ও উপজেলা ভ্রমণ করেছেন।

 

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এর আগেও ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৪’ এবং ‘বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেন।

 

অ্যাওয়ার্ডপ্রাপ্তি তাঁর কর্ম ও সংগ্রামেরই মূল্যায়ন – এমনটাই মনে করেন স্থানীয় গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ